সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোয়ার গণপিটুনি কাণ্ডে এবার সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একদিকে এই নিয়ে কংগ্রেসের বিরোধিতায় অচল সংসদ। অন্যদিকে টুইট করে মোদির নতুন ভারতের আদর্শকে কটাক্ষ করলেন রাহুল।
কিছুদিন আগেই আলোয়ারে স্বঘোষিত গোরক্ষক বাহিনীর হাতে আক্রান্ত হন রাকবর খান নামে এক ব্যক্তি। এই আলোয়ারেই হত্যা করা হয়েছিল পেহলু খানকে। প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে দিন তিনেক আগে। গুরুতর জখম রাখবরকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথে নাকি আহতকে ফেলে রেখে চা পানের বিরতি নিয়েছিলেন পুলিশকর্মীরা। এ খবর প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে। কী করে এরকম মারাত্মক আহত একজন ব্যক্তিকে ফেলে রেখে চা পান করতে পারেন পুলিশকর্মীরা, উঠেছে সেই প্রশ্ন। দায়িত্ব-কর্তব্য এবং অনুভূতি-মানবিকতার জায়গা যে কতখানি কমেছে, এ ঘটনা যেন তারই প্রমাণ দিচ্ছে। এই ইস্যুতেই আজ উত্তাল হয়ে ওঠে সংসদ। গণপিটুনি নিয়ন্ত্রণে রাজ্যগুলিকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকেও নয়া আইন আনার প্রস্তাব দিয়েছে। তবে সব ছাপিয়ে সামনে এসেছে এই পুলিশকর্মীর অমানবিকতা। আজ এই ইস্যুতেই অচল হয়ে যায় সংসদ।
[ আলোয়ার গণপিটুনি ইস্যুতে সংসদে হট্টগোল, মুলতুবি রাজ্যসভার অধিবেশন ]
এদিকে এই নিয়েই মোদিকে একহাত নিলেন রাহুল গান্ধী। এদিন টুইট করে কংগ্রেস সভাপতি জানালেন, এই হল মোদির ‘নতুন ভারত’। যেখানে ভালবাসার জায়গা নিয়েছে বিদ্বেষ এবং কেউ মারা গেলেও তার দিকে দৃষ্টি নেই। দিনকয়েক আগে আস্থা ভোটের সময় সংসদে এই ভালবাসার কথা বলেই দেসবাসীর মন জয় করেছিলেন কাহুল। এদিনের টুইটেও তুলে আনলেন সেই ভালবাসা ও সহানুভূতির প্রসঙ্গই।
Policemen in took 3 hrs to get a dying Rakbar Khan, the victim of a lynch mob, to a hospital just 6 KM away.
Why?
They took a tea-break enroute.
This is Modi’s brutal “New India” where humanity is replaced with hatred and people are crushed and left to die.
— Rahul Gandhi (@RahulGandhi)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.