Advertisement
Advertisement
Fake Voter Issue

‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে সংসদে তৃণমূলের পাশে রাহুল, রাজ্যসভায় ওয়াকআউট ঘাসফুল শিবিরের

ইচ্ছাকৃতভাবে বিরোধীরা অশান্তি করছে বলেই পালটা দাবি জেপি নাড্ডার।

Rahul Gandhi supports TMC over fake voter issue
Published by: Sayani Sen
  • Posted:March 10, 2025 1:40 pm
  • Updated:March 10, 2025 2:23 pm   

নন্দিতা রায়, নয়াদিল্লি: বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে উত্তাল সংসদ। তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবিকে সমর্থন করেন কংগ্রেসের রাহুল গান্ধী। তুমুল হইচইয়ের পর রাজ্যসভা থেকে ওয়াক আউট তৃণমূলের। আপাতত দুপুর ২টো পর্যন্ত মুলতুবি রাজ্যসভা। ইচ্ছাকৃতভাবে বিরোধীরা অশান্তি করছে বলেই পালটা দাবি জেপি নাড্ডার।

Advertisement

সোমবার সংসদে জিরো আওয়ারে ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে সুর চড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যা এবং সৌগত রায়রা। তাঁরা দাবি করেন, নির্বাচন কমিশনের সহায়তায় ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় গরমিল করা হচ্ছে। তৃণমূল সাংসদদের থামানোর চেষ্টা করা হয়। তারই মাঝে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ান। ‘ভূতুড়ে’ ভোটার ইস্যু শুধু বাংলায় নয়, বিভিন্ন রাজ্যে রয়েছে বলেই দাবি করেন কংগ্রেস সাংসদ। অবশ্যই এই বিষয়টিতে সরকারের জবাবদিহি দেওয়া প্রয়োজন বলেই দাবি করেন রাহুল। এদিকে, রাজ্যসভাতেও তৃণমূল ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতেও সুর চড়ায়। অধিবেশন চলাকালীন ওয়াকআউট করেন সাংসদরা।

এদিকে, সংসদে সোমবার মণিপুরের বাজেট পেশেরও কথা। তা নিয়েও সংসদ অশান্ত হয়ে উঠতে পারে। ‘ইন্ডিয়া’ জোটে ফাটল রয়েছে ঠিকই। তবে মণিপুর কিংবা ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে যে বিরোধীরা একজোট হয়ে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে প্রস্তুত, তা এদিন সংসদে তৃণমূলকে কংগ্রেসের সমর্থনেই স্পষ্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ