Advertisement
Advertisement
Rahul Gandhi

‘৫০ বছর ক্ষমতায় থাকবে জানলেন কী করে?’, ভোটচুরির অভিযোগে রাহুলের অস্ত্র শাহের পুরনো মন্তব্য

মঙ্গলবার রাহুলের ভোটার অধিকার যাত্রায় যোগ দিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

Rahul Gandhi ups vote chori ante with Amit Shah's 50 years remark
Published by: Subhajit Mandal
  • Posted:August 26, 2025 8:46 pm
  • Updated:August 26, 2025 8:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের ভোটার অধিকার যাত্রা থেকে ফের প্রত্যাশিতভাবেই ‘ভোটচুরি’র তত্ত্বে শান দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তাঁর হাতিয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহর পুরনো মন্তব্য। অমিত শাহ অতীতে অনেকবার বলেছেন, বিজেপি আগামী পাঁচ দশক ক্ষমতায় থাকতে চলেছে। রাহুল প্রশ্ন তুললেন, শাহ আগে থেকে কী করে জানলেন যে বিজেপি ৫০ বছর ক্ষমতায় থাকবে?

Advertisement

বিজেপি সভাপতি থাকাকালীন, বা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরও অমিত শাহকে একাধিকবার বলতে শোনা গিয়েছে, বিজেপিই আগামী পাঁচ দশক দেশ শাসন করবে। কংগ্রেস-সহ বিরোধী যারা আছেন, তাদের থাকতে হবে বিরোধী শিবিরেই। বিহারের ভোট অধিকার যাত্রা থেকে রাহুল গান্ধীর দাবি, অমিত শাহ জোর গলায় এই দাবি করতে পারছেন, কারণ বিজেপি ‘ভোটচুরি’ করে। গুজরাট থেকে যে ‘ভোটচুরি’ শুরু হয়েছিল, সেটা গোটা দেশে ছড়িয়ে গিয়েছে।

ভোটার অধিকার যাত্রায় এই মুহূর্তে বিহারের মধুবনিতে রাহুল। মঙ্গলবার প্রিয়াঙ্কা গান্ধীও ওই যাত্রায় যোগ দেন। মধুবনির সভা থেকে লোকসভার বিরোধী দলনেতা বললেন, “অমিত শাহ বারবার বলেন এই সরকার নাকি ৪০-৫০ বছর থাকবে। এটা নিয়ে আমি ভাবছিলাম, কী করে উনি জানলেন যে এই সরকার এতদিন থাকবে?” এটা কিন্তু চমকপ্রদ মন্তব্য।” রাহুলের অভিযোগ, “আজ গোটা দেশের সামনে সত্যিটা প্রকাশ্যে চলে এসেছে। আসলে ওরা ভোটচুরি করে। এটা গুজরাটে শুরু হয়েছিল। তারপর ২০১৪ সালে জাতীয় স্তরে চুরি শুরু হয়েছে। এবার রাজ্যে রাজ্যে চুরি শুরু করেছে।” বিরোধী দলনেতার দাবি, তিনি মিথ্যা বলছেন না। সবটাই তথ্যের উপর ভিত্তি করে। সেই তথ্য কমিশনেরই দেওয়া।

গত ৭ আগস্ট রাহুল বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, স্রেফ কর্নাটকের একটি বিধানসভা কেন্দ্রেই লক্ষাধিক ভুয়ো ভোটার রয়েছেন। মোট ৬ রকমভাবে ভোটচুরি হচ্ছে। তারপর থেকে লাগাতার রাহুল ভোটচুরি নিয়ে সরব। এবার অমিত শাহর মন্তব্যকেই হাতিয়ার করলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ