স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: কংগ্রেসের করোনা (Coronavirus) আক্রমণে এবার মেজাজ হারালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (Harsh Vardhan)। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তুলনা করলেন শকুনের সঙ্গে। বুধবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। রাহুলের টুইট, ‘সংখ্যা কখনও মিথ্যে বলে না। কেন্দ্র সরকার বলে।’
Numbers don’t lie… GOI does.
Advertisement— Rahul Gandhi (@RahulGandhi)
রাহুলের (Rahul Gandhi) এই টুইটের জবাব দিতে গিয়েই মেজাজ হারান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তাঁর পালটা জবাব, ‘কংগ্রেস নিজস্ব স্টাইলের লাশের রাজনীতি করছে। গাছের ডালে শকুনের সংখ্যা যতই কমে যাক, মনে হয়, ওদের শক্তি মাটির শকুনদের মধ্যে রূপান্তরিত হচ্ছে। রাহুল গান্ধীজি দিল্লির থেকে নিউ ইয়র্কের তথ্যে বেশি ভরসা করেন। লাশের রাজনীতি কী ভাবে করতে হয়, তা এই মাটির শকুনদের দেখে শেখা উচিত।’
কিন্তু কী ছিল রাহুলের টুইটে, যাতে এভাবে প্রতিক্রিয়া দিলেন স্বাস্থ্যমন্ত্রী? নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদনকে এদিন হাতিয়ার করেন রাহুল, সেখানে কোভিডে ভারতে মৃতের সরকারি তথ্যকে ভুল বলে দাবি করা হয়। বলা হয় সরকারি তথ্য অনুযায়ী, ২৪ মে পর্যন্ত দেশে কোভিডে (COVID-19) মৃত্যু হয়েছে তিন লাখ সাত হাজার ২৩১ জনের। বাস্তবে যা অন্তত ছ’ লাখ হওয়া উচিত বলে দাবি ওই প্রতিবেদনে। পরিস্থিতি যদি একটু বেশি খারাপ হয়, তাহলে সেই সংখ্যা ১৬ লাখ ও মারাত্মক খারাপ ধরা হলে ৪২ লাখও হতে পারে বলে মার্কিন দৈনিকের দাবি। সেই পরিসংখ্যানই তুলে ধরেন রাহুল। আর তাতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর রোষানলে পড়তে হল প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। বস্তুত, রাহুল গান্ধী নিয়মিত টুইটারে নানাভাবে আক্রমণ শানিয়ে চলেছেন কেন্দ্র সরকারকে। করোনা পরিস্থিতিতে মোদি সরকারের উপর যে চাপ সৃষ্টি হয়েছে, সেটাকেই কাজে লাগাতে চাইছেন তিনি।
लाशों पर राजनीति, स्टाइल !
पेड़ों पर से गिद्ध भले ही लुप्त हो रहे हों, लेकिन लगता है उनकी ऊर्जा धरती के गिद्धों में समाहित हो रही है। जी को से अधिक पर भरोसा है।
लाशों पर राजनीति करना कोई धरती के गिद्धों से सीखे।
— Dr Harsh Vardhan (@drharshvardhan)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.