সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পর লাদাখে অশান্তি নিয়ে এবার সরাসরি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথকে তোপ দাগলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি । কোনও কাব্য বা ভণিতা না করে রাজনাথের উদ্দেশে রাহুলের (Rahul Gandhi) সরাসরি প্রশ্ন, “চিনা সেনা কি ভারতীয় ভূখণ্ডে কব্জা করে ফেলেছে? দয়া করে জবাব দিন প্রতিরক্ষামন্ত্রী।”
Once RM is done commenting on the hand symbol, can he answer:
AdvertisementHave the Chinese occupied Indian territory in Ladakh?
— Rahul Gandhi (@RahulGandhi)
গত রবিবার বিহারে এক ভারচুয়াল জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দাবি করেন, ভারতের প্রতিরক্ষা নীতি এখন বিশ্ববন্দিত। গোটা পৃথিবী এখন স্বীকার করে নেয় যে, আমেরিকা এবং ইজরায়েলের পর আর কোনও দেশ যদি নিজেদের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে থাকে, তাহলে সেটা হল ভারত। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে মির্জা গালিবের একটি ‘শায়ের’ টুইট করেন রাহুল। অমিতের উদ্দেশে কটাক্ষ করেন, “গোটা দেশ জানে ভারতের সীমান্ত পরিস্থিতি কেমন। তবে আপনার এই ‘কল্পনা’ দেশবাসীকে খুশি রাখার ভাল পন্থা।”
লাদাখে সীমান্ত পরিস্থিতি নিয়ে রাহুলের এই আক্রমনাত্মক মেজাজ খুব একটা পছন্দ করেননি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। পালটা গালিবেরই একটি উর্দু কবিতা খানিকটা পরিবর্তন করে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। তিনি টুইট করে বলেন, “হাতে যন্ত্রণা হলে চিকিৎসা করানো যায়। কিন্তু হাতই যদি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় তাহলে কিছু করার থাকে না।” রাজনাথের সেই মন্তব্যের প্রেক্ষিতে ফের আক্রমনাত্মক টুইট করেন রাহুল। এবার তাঁর কটাক্ষ,”আমাদের প্রতীক নিয়ে মন্তব্য করা শেষ হলে প্রতিরক্ষামন্ত্রী জবাব দিন, চিনা সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে কি?”
উল্লেখ্য, চিন সীমান্তে প্রায় মাসখানেক ধরে ভারত ও চিনের মধ্যে টানাপড়েন চলছে। অশান্তির আবহে দুই দেশই সীমান্তে বহু সেনা মোতায়েন করেছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, চিনা সেনা ভারতীয় ভূখণ্ডের অনেকটাই ভিতরে প্রবেশ করেছে। অথচ ভারত সরকার এই ইস্যুতে আশ্চর্যজনকভাবে নীরব। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী কারও গলাতেই এই ইস্যু নিয়ে আক্রমণাত্মক সুর শোনা যায়নি। সরকারের এই নীরবতাকেই লাগাতার কাঠগড়ায় তুলে আসছেন রাহুল। তাঁর অভিযোগ সীমান্ত নিয়ে সরকার নীরব থাকায় বিভ্রান্ত হচ্ছে দেশবাসী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.