সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনের ঝড়বৃষ্টি ও বজ্রাঘাতে অনন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। বুধবার থেকে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। তার সঙ্গে ঘনঘন বজ্রপাত। মৌসম ভবন জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।
যোগী প্রশাসনের তরফে ২৪ ঘণ্টা পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবের উপর এটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। তার জেরেই ঘণ্টায় ৬০-১০০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে উত্তরপ্রদেশের কিছু অংশে। সোমবার পর্যন্ত একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।
যোগী প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ১৮টি জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। সঙ্গে একাধিক সম্পত্তির ক্ষতি হয়েছে। ঝড়বৃষ্টি ও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৪৫ জনের। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য স্থানীয় প্রশাসনকে যাবতীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ঝাঁসি জেলার সিংহার গ্রামে প্রচণ্ড ঝড়ের ফলে প্রচুর সংখ্যক তোতাপাখির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মন্দিরের কাছে একটি বড় গাছে প্রচুর তোতাপাখি থাকত। হঠাৎ ঝড়ে গাছটির একাধিক ডালপালা ভেঙে পড়ে। হঠাৎ এমন দুর্যোগে বহু তোতাপাখির মৃত্যু হয়। জেলা বনকর্তা জেবি শিন্ডের জানিয়েছেন, ৭০টি তোতাপাখির মৃত্যু হয়েছে। তাছাড়া আরও ৩০ টি পাখি আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.