সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পরিযায়ীকে মারধরের অভিযোগ মহারাষ্ট্রে। মারাঠি ভাষা না জানায় কেবল ধমকই নয়, মিলল মহারাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও। এমনই অভিযোগে বিদ্ধ রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সদস্যদের বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই হামলার এক ভিডিও সোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে। যদিও এর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। অভিযোগ দায়ের করে মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই পরিযায়ীর নাম বৈদ্যনাথ পণ্ডিত। বৃহস্পতিবার সন্ধ্যায় নাসিকে গাড়ি চালানো শিখতে গিয়ে এক প্রতিবেশীর গাড়িতে ধাক্কা মারেন তিনি। যার জেরে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, গোলমাল সেখানেই মিটে যায়নি। পরদিনই ওই প্রতিবেশী নাকি খবর দেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে। রাজ ঠাকরের দলের সদস্যরা এরপরই বৈদ্যনাথের উপরে চড়াও হন বলে অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশী তাঁর স্ত্রীকেও চড় মেরেছেন বলে দাবি ভিন রাজ্যের ওই বাসিন্দার।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, রাজ ঠাকরের অনুগামী এবং ওই অভিযুক্ত প্রতিবেশী মিলে বৈদ্যনাথ পণ্ডিতকে ঘেরাও করেছেন। এক এমএনএস কর্মী ওই পরিযায়ীকে জিজ্ঞেস করছেন, মারাঠি ভাষা জানেন কি না। এরপরই তিনি বৈদ্য়নাথকে বলেন, যদি মারাঠি ভাষা না জানেন তবে তাঁকে মারাঠি শিখতে হবে। অন্য এক কর্মী তাঁকে গায়ে হাত তোলেন। পরে ওই ভিনরাজ্যের বাসিন্দা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”ওঁরা আমাদের বলেছেন আমরা মহারাষ্ট্রে বহিরাগত, আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে।”
এমন ঘটনা এই প্রথম ঘটল তা নয়। এর আগেও একাধিক বার মারাঠি ভাষা না জানায় পরিযায়ীদের মারধরের অভিযোগ এসেছে। সম্প্রতি এক সুলভ শৌচালয় কর্মীকে মারাঠি না জানায় মারধর করা হয়েছে। গত জুলাইতেও হিন্দি ভাষায় কথা বলায় এক গাড়ি চালকের গায়ে হাত তোলা হয়। বাধ্য করা হয় ক্ষমা চেয়ে নেন জনৈক গাড়ি চালক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.