সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরে দু’দিন গোটা রাজ্যে মাংস এবং অন্য আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ হল বিজেপি শাসিত রাজস্থানে। এবার থেকে প্রতি বছর ২৮ আগস্ট এবং ৬ সেপ্টেম্বর মরুরাজ্যে মাংস এবং অন্য আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ থাকবে। উল্লেখ্য, ২৮ আগস্ট পালিত হয় ‘পর্যুষণ উৎসব’, ৬ সেপ্টেম্বর ‘অনন্ত চতুর্দশী’ পালন করেন সে রাজ্যের হিন্দু ধর্মাবলম্বীরা।
সূত্রের খবর, একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের দাবির জেরে নির্দিষ্ট দু’দিন আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করেছে রাজস্থান সরকার। জানা গিয়েছে, ২৮ আগস্ট এবং ৬ সেপ্টেম্বর রাজ্যের কোনও দোকান থেকে মাংসের মতোই ডিমও বিক্রি করা যাবে না। উল্লেখ্য, এর আগে বৃহৎ বেঙ্গালুরু পৌরনিগম গত ১৬ আগস্ট জন্মাষ্টমীর দিন শহরে পশুহত্যা এবং মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের বেশ কয়েকটি পৌরসভা গত ১৫ আগস্ট এবং ২০ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল। এই ঘটনায় রাজনৈতিক বিরোধ শুরু হয়। বিরোধী দল এনসিপি (শরদ পাওয়ার শিবির) এবং শিবসেনা (উদ্ধব শিবির) নেতারা বলেন, মানুষ কী খাবেন, সেই বিষয়েও সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও পৌরনিগমের এই নির্দেশিকার সমালোচনা করেছেন। রাজস্থানের ঘটনাতেও সরব বিরোধীরা। প্রশ্ন উঠছে, ধর্ম নিরেপক্ষ একটি দেশে কেন নির্দিষ্ট একটি ধর্মের ভাবাবেগকে মাথায় রেখে আমিষ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.