সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’র অনুকরণে রাজস্থানে জনসংযোগ প্রকল্প সেখানকার বিজেপি সরকারের। রাজ্যের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী বুধবার ঘোষণা করেছেন, এই প্রকল্পের আওতায় একটি টোল-ফ্রি নম্বর চালু করা হবে, যেখানে সাধারণ মানুষ সরাসরি ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন।
বিশেষত, সড়ক নির্মাণের মান বা কারিগরি ত্রুটি নিয়ে যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে সেই নম্বরে ফোন করে জানালেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ত দপ্তর (পিডব্লিউডি) মান নিয়ন্ত্রণ দল ঘটনাস্থলে পৌঁছে কাজ পরীক্ষা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। প্রসঙ্গত, ‘দিদিকে বলো’ হল পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যার মাধ্যমে রাজ্যের জনগণ সরাসরি তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারেন। এই উদ্যোগটি জনগণের মধ্যে ভালো সাড়া জাগিয়েছে।
দিয়া কুমারী আরও স্পষ্ট করে বলেন, শুধু প্রশাসন বা সরকারের দায়িত্ব নয়, নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। তিনি জানান, উন্নয়নের কাজে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ থাকলেই তার মান বজায় রাখা সম্ভব। তাই রাজ্যের নাগরিকদের তিনি আহ্বান জানান, এই টোল-ফ্রি পরিষেবার মাধ্যমে সরাসরি সরকারের সঙ্গে যুক্ত হয়ে নজরদারির কাজে এগিয়ে আসতে। রাজস্থানে বিজেপি সরকারের এই নতুন উদ্যোগ কার্যত জনসাধারণকে প্রশাসনের অংশ করার এক প্রচেষ্টা, যা পশ্চিমবঙ্গের ‘দিদিকে বলো’র ধাঁচে গড়ে তুললেও মূলত পরিকাঠামো এবং উন্নয়নমূলক কাজের গুণগত মান নিয়ে সচেতনতা তৈরির দিকে জোর দেওয়া হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.