Advertisement
Advertisement
Rajasthan School Collapse

রাজস্থানে টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, মৃত ৪ পড়ুয়া, আহত বহু

প্রশ্নের মুখে রাজস্থানের বিজেপি সরকার।

Rajasthan School Collapse: 4 Children Dead, 17 Injured
Published by: Subhajit Mandal
  • Posted:July 25, 2025 10:32 am
  • Updated:July 25, 2025 10:32 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা বিজেপি শাসিত রাজস্থানে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ। ঘটনাস্থলেই মৃত্যু ৪ পড়ুয়ার। আহত অন্তত ১৭। ধ্বংসস্তুপের নিজে এখনও আটকে বেশ কয়েকজন পড়ুয়া। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে।

Advertisement

গত কয়েক দিন ধরেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে রাজস্থানের ঝালাওয়ারে। শুক্রবার সকালে টানা বৃষ্টির জেরেই ঝালাওয়ারে পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেসময় প্রায় ৬০-৭০ জন পড়ুয়া ছিল স্কুলে। চলছিল ক্লাস। আচমকা ছাদ ভেঙে পড়ায় তাতে চাপা পড়ে চারজন পড়ুয়ার মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হয়। ধ্বংসস্তুপে আটকে পড়ে অন্তত ১৫ জন পড়ুয়া। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এবং স্কুলের শিক্ষকরা উদ্ধার কাজ শুরু করেন। পরে দমকলে খবর গেলে দমকলকর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেছেন। ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। আহত পড়ুয়াদের চিকিৎসার জন্য মনোহর থানা হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

প্রশ্ন উঠছে, এত বড় দুর্ঘটনার নেপথ্যে কারা? স্থানীয়দের অভিযোগ, ওই স্কুলবাড়িটি দীর্ঘদিনের পুরনো। বেশ কয়েক বছর ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বারবার অভিযোগ করার পরেও কোনও মেরামত বা পুনর্নির্মাণের কাজ করা হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে রাজস্থানের বিজেপি সরকার। কেন জরাজীর্ণ স্কুলবাড়িতে ঝুঁকি নিয়ে পঠনপাঠন? কেন স্কুলের সংস্কার হল না? প্রশ্ন তুলছে বিরোধীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ