Advertisement
Advertisement
Sachin Pilot

‘দূরত্ব কোনওদিন ছিলই না’, একমঞ্চে এসে ঐক্যের বার্তা পাইলট-গেহলটের

অশোক গেহলট বলে দিলেন, পাইলটের সঙ্গে কোনওরকম দূরত্ব নেই তাঁর।

Rajasthan senior Congress leaders Sachin Pilot and Ashok Gehlot were seen together
Published by: Subhajit Mandal
  • Posted:June 11, 2025 8:05 pm
  • Updated:June 11, 2025 8:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান কংগ্রেসের দুই যুযুধান নেতা শচীন পাইলট এবং অশোক গেহলটকে মিলিয়ে দিলেন প্রয়াত রাজেশ পাইলট! শচীনের বাবার প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত সর্বধর্ম প্রার্থনা সভায় একমঞ্চে দেখা গেল গেহলট এবং পাইলটকে। শুধু একমঞ্চে উপস্থিত থাকাই নয়, একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তাও দিলেন তারা।

Advertisement

রাজেশ পাইলটের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপস্থিত থেকে অশোক গেহলট বলে দিলেন, পাইলটের সঙ্গে কোনওরকম দূরত্ব নেই তাঁর। তিনি বলেন, “আপনাদেরই মনে হয় আমাদের মধ্যে দূরত্ব রয়েছে। তেমন কিছুই নেই। সবসময় ভালোবাসা ছিল, আছে।” পাইলটও বলে গেলেন, “আমাদের মধ্যে যা যা সমস্যা ছিল, নিজেদের মধ্যে বসে সব মিটিয়ে নিয়েছি। রাত গয়ি, বাত গয়ি।” একমঞ্চে দাঁড়িয়ে রীতিমতো ঐক্যের বার্তা দিয়ে গেলেন তারা।

এমনিতে রাজস্থানে শচীন পাইলট এবং অশোক গেহলটের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ২০২০ সালে তা চরমে ওঠে। রাজস্থানের তৎকালীন মুখ্যমন্ত্রী গেহলটের বিরুদ্ধে একপ্রকার সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন পাইলট। মুখ্যমন্ত্রীর কুরসির দাবিতে নিজের অনুগামীদের নিয়ে দিল্লিতে গিয়ে আস্তানা গেড়েছিলেন। সেসময় পাইলটের বিদ্রোহকে হাতিয়ার করে গেহলটের বিরুদ্ধে অনাস্থাও আনে বিজেপি। যা-ই হোক, সেই কাণ্ডের পর কংগ্রেস হাই কম্যান্ড কোনওক্রমে বুঝিয়ে শুনিয়ে দুই শিবিরের সন্ধি করিয়ে দেয়। কিন্তু দুই প্রভাবশালী নেতার মধ্যে আন্তরিকতা তারপরও দেখা যায়নি।

অবশেষে সেই আন্তরিকতা চোখে পড়ল। গত কয়েক বছরে কংগ্রেসের এই দুই নেতার মধ্যে এই সৌজন্য বিরল। এই ছবি রাজস্থানের কংগ্রেস কর্মীদের কিছুটা হলেও স্বস্তির। এদিনের মঞ্চ শচীন পাইলটের জন্য রীতিমতো শক্তি প্রদর্শনের মঞ্চ হিসাবে উঠে এল। যুব কংগ্রেস সভাপতি, মহিলা কংগ্রেসের সভানেত্রী, কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রধান, রাজস্থানের অধিকাংশ বিধায়ক, সাংসদ, প্রাক্তন মন্ত্রী উপস্থিত ছিলেন ওই সভায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ