Advertisement
Advertisement
Parliament strategy of NDA

পহেলগাঁও ও সিঁদুর নিয়ে বিরোধী প্রশ্নের জবাব কীভাবে? ডোভালের সঙ্গে পরামর্শ শাহ-রাজনাথদের

বিরোধীদের পালটা প্রস্তুতি সরকারেরও।

Rajnath, Shah & others meet to finalise Parliament strategy of NDA
Published by: Subhajit Mandal
  • Posted:July 19, 2025 12:22 pm
  • Updated:July 19, 2025 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর, আহমেদাবাদ দুর্ঘটনা-একাধিক ঘটনার পর প্রথমবার সংসদ অধিবেশন শুরু হচ্ছে আগামী ২১ জুলাই। জ্বলন্ত ওই ইস্যুগুলি নিয়ে সরকারকে কোণঠাসা করতে একজোট হচ্ছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে কোন কৌশলে জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত কঠিন প্রশ্নগুলির উত্তর? কোন কৌশলে পালটা চাপ সৃষ্টি? এসব ঠিক করতে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক করল বিজেপির স্ট্র্যাটেজি গ্রুপ।

Advertisement

উল্লেখ্য, অপারেশন সিঁদুর বা পহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি তুলেছিলেন বিরোধীরা। কিন্তু সেই দাবি নাকচ করে দিয়েছে মোদি সরকার। অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে সংসদে আলোচনা এড়িয়েই যেতে চাইছে কেন্দ্র। কিন্তু সেটা যে সম্ভব না তাও বুঝতে পারছে বিজেপি। তাছাড়া আহমেদাবাদ দুর্ঘটনার পরও এটাই প্রথম সংসদ অধিবেশন। এছাড়াও ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ সংশোধনের এর কাজ নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে।

বাদল অধিবেশনের শুরু থেকে এই বিষয়গুলি নিয়েই সুর চড়াতে পারে বিরোধীরা। সেটা আন্দাজ করতে পেরেই পালটা প্রস্তুতি শুরু করেছে সরকার। শুক্রবার দিল্লিতে একটি কৌশল বৈঠক করেছেন কেন্দ্রের শীর্ষস্তরের নেতামন্ত্রীরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার নেতা পীযুষ গোয়েল-সহ শীর্ষস্তরের বহু নেতা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, ওই বৈঠকে তিন সেনার প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও পরামর্শ করেছেন শাহ-নাড্ডারা। কোন পথে অপারেশন সিঁদুর বা ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে বিরোধী প্রশ্নের জবাব দেওয়া হবে সেসব নিয়েই আলোচনা হয়।

সূত্রের দাবি, সংসদে অপারেশন সিঁদুর, পহেলগাঁও হামলা এবং ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে সংসদে বিবৃতি দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী। সেই প্রস্তুতিও শুক্রবারের বৈঠকে সারা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সরকারিভাবে ওই বৈঠক নিয়ে কিছুই জানানো হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement