Advertisement
Advertisement
Rajnath Singh

সংঘাতের আবহে তিন সেনার প্রধানের সঙ্গে ‘হাসিমুখে’ বৈঠক রাজনাথের, আরও বড় প্রত্যাঘাতের ছক তৈরি?

এই হাসির নেপথ্যে কী কারণ?

India Pakistan War: Rajnath Singh meets 3 army chiefs
Published by: Subhodeep Mullick
  • Posted:May 9, 2025 2:53 pm
  • Updated:May 9, 2025 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের নির্লজ্জ আক্রমণের জোরাল জবাব দিয়েছে ভারত (India Pakistan War)। রাত বাড়তেই জল, স্থল ও আকাশপথে একযোগে আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে শুক্রবার সাউথ ব্লকে তিন সেনা প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। বৈঠকে উপস্থিত ছিলেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানও।

Advertisement

বৈঠকের একটি ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, সকলের মুখেই রয়েছে মৃদু হাসি। এই হাসির নেপথ্যে কী? এবার কি তাহলে পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় প্রত্যাঘাতের ছক তৈরি? এরকমই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সূত্র মারফত জানা গিয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনীর চূড়ান্ত প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে ফের একবার আলোচনায় বসেছিলেন রাজনাথ (Rajnath Singh)। যদিও বৈঠকে আর কী কী আলোচনা হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

অন্যদিকে, এদিন সকালে নয়াদিল্লিতে নিজের বাসভবনে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বিএসএফ এবং সিআইএসএফের প্রধানদের সঙ্গে একটি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপারেশন সিঁদুরের পর দেশের মোট ২৮টি বিমানবন্দর ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বাকি বিমানবন্দরগুলি। এই পরিস্থিতিতে আগামী দিনে কী পদক্ষেপ করা হতে পারে, সেই নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

একদিকে জল,স্থল আকাশে ভারতের ত্রিমুখী হামলা। অন্যদিকে সেই আক্রমণে তছনছ দেশের অন্দরেই বিদ্রোহ তুঙ্গে, এমনকী শীর্ষকর্তাই রাষ্ট্রদ্রোহের নিশানায়। সবমিলিয়ে বিধ্বস্ত, ছন্নছাড়া, দিশাহারা পাকিস্তান। পাক হামলার পাল্টা ভারতীয় অ্যাকশন বৃহস্পতিবার বিকেল থেকেই ধাপে ধাপে বাড়ছিল। রাত বাড়তেই জল, স্থল ও আকাশপথে একযোগে ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ খান খান। বেশি রাতের খবর, করাচি বন্দরে বড়সড় হামলা চালিয়েছে ভারত। ৮ থেকে ১২টি বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে খবর। আইএনএস বিক্রান্ত করাচি বন্দরে হামলা চালিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামবাদেও বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সূত্রের দাবি, অন্তত ১৬ টি পাক শহরে একযোগে চলে ভারতের অ্যাকশন। এই পরিস্থিতিতে জম্মুর আকাশে ড্রোন উড়িয়ে ও পাক অধিকৃত কাশ্মীরের সীমান্ত বরাবর গুলিবর্ষণ অব্যাহত রেখে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলেও পাকিস্তান আদৌ হালে পানি পায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement