সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ক’টা বিমান ধ্বংস হল সেটা জানতে চাইছেন কেন? সংসদে দাঁড়িয়ে এভাবেই বিরোধীদের পালটা প্রশ্ন ছুড়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিরোধীদের বিঁধে তিনি বলেন, বিরোধীদের প্রশ্নগুলি মোটেই জাতীয় স্বার্থকে প্রতিফলিত করে না। কত অস্ত্র বা কত বিমান ধ্বংস হল, সেই প্রশ্ন না করে বিরোধীদের জিজ্ঞাসা করা উচিত ছিল জঙ্গিঘাঁটিগুলো সফলভাবে ধ্বংস করা গিয়েছে কিনা। অর্থাৎ ক্ষয়ক্ষতি জানতে চেয়ে বিরোধীদের প্রশ্নকে কার্যত অবান্তর প্রমাণিত করলেন রাজনাথ।
“Few members of the Opposition have been asking how many of our aircraft were shot down? I feel their question does not adequately represent our national sentiments. They have not asked us how many enemy aircraft our Armed Forces shot down? If they must ask a question, it should…
Advertisement— ANI (@ANI)
অপারেশন সিঁদুর নিয়ে সোমবার আলোচনা শুরু হল সংসদে। পাক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার এই অপারেশনে ভারতের কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, সেই নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিল বিরোধীরা। ভারতীয় সেনার তরফে ক্ষয়ক্ষতি মেনে নেওয়া হলেও তার পরিমাণ স্পষ্ট করা হয়নি। সেই একই পথে হাঁটলেন প্রতিরক্ষামন্ত্রীও। সংসদে দাঁড়িয়ে তিনি বললেন, “আমাদের কয়েকজন বিরোধী সদস্য জানতে চাইছেন, ভারতের কত যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আমার মনে হয় এই প্রশ্নটা আমাদের জাতীয় মানসিকতাকে প্রতিফলিত করে না।”
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “বিরোধীরা তো জানতে চাননি যে শত্রুদের ক’টা যুদ্ধবিমান আমরা ধ্বংস করেছি? যদি প্রশ্ন করতে হয় তাহলে জিজ্ঞাসা করুন, ভারত জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে কিনা। উত্তর হল হ্যাঁ। জিজ্ঞাসা করুন, এই অপারেশনে আমাদের বীর সেনার কোনও ক্ষতি হয়েছে কিনা, উত্তর হল না, আমাদের কোনও সেনার ক্ষতি হয়নি। জিজ্ঞাসা করুন, অপারেশন সিঁদুর সফল হয়েছে কিনা। উত্তর হল হ্যাঁ। অপারেশন সিঁদুর সফল।” প্রতিরক্ষামন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, পরীক্ষায় ভালো নম্বর পেলে কে জিজ্ঞাসা করে না, পরীক্ষাকেন্দ্রে তার কলম ভেঙে গিয়েছিল কিনা। তাই ভারতের যুদ্ধবিমান ধ্বংসের খতিয়ান চাওয়া আদতে খুব একটা যুক্তিসঙ্গত নয় বলেই ইঙ্গিত করলেন প্রতিরক্ষামন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.