Advertisement
Advertisement
Rajnath Singh

ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা! প্রথা ভেঙে ‘নতুন ছকে’ সেনাকে শত্রু মোকাবিলার বার্তা রাজনাথের

কী বললেন তিনি?

Rajnath Singh's message to the army to break tradition and confront the enemy in a new way

ফাইল ছবি।

Published by: Subhodeep Mullick
  • Posted:September 16, 2025 10:30 pm
  • Updated:September 16, 2025 10:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে এবার সেনাকে চিরাচরিত প্রথা ভেঙে ‘নতুন ছকে’ শত্রু মোকাবিলা করার কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর বার্তা, “যুদ্ধক্ষেত্রে এবার চিরাচরিত প্রথা বা নিয়মগুলি বর্জন করার সময় এসেছে। শত্রু মোকাবিলায় আমাদের অভিনব পদ্ধতি অবলম্বন করতে হবে।”

Advertisement

সোমবার ফোর্ট উইলিয়ামে সেনা সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন রাজনাথ। সেখানে তিনি বলেন, “বর্তমান প্রজন্মের যুদ্ধগুলি আকস্মিক এবং অপ্রত্যাশিত। ফলে কতদিন অতিবাহিত হবে সেই ভবিষ্যদ্বাণী করা কঠিন। এক-দু’মাস, এক বছর কিংবা পাঁচ বছর ধরেও চলতে পারে। তাই সবকিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।” তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুর দেখিয়েছে যে শক্তি, কৌশল এবং আত্মনির্ভরতা হল তিনটি স্তম্ভ, যা একুশ শতকে ভারতকে প্রয়োজনীয় শক্তি প্রদান করবে। অদম্য সাহসের সঙ্গে যে কোনও পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা আমাদের সেনাবাহিনীর রয়েছে। এটিই আত্মনির্ভর ভারতের আসল শক্তি।” এরপরই তিনি বলেন, “যুদ্ধক্ষেত্রে এবার চিরাচরিত প্রথা বা নিয়মগুলি বর্জন করার সময় এসেছে। শত্রু মোকাবিলায় আমাদের অভিনব পদ্ধতি অবলম্বন করতে হবে।”

ওয়াকিবহাল মহলের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সূচনালগ্ন থেকেই যুদ্ধের রূপরেখা বদলাতে শুরু করেছে। শত্রুদেশের উপর আঘাত হানতে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে ড্রোনের। সমরক্ষেত্রে সেনা বাহিনীর রণহুঙ্কারের পাশাপাশি গুরুত্ব বেড়েছে সাইবার যুদ্ধেরও। অন্যদিকে, যুদ্ধের ময়দানে ব্যবহৃিত হচ্ছে বিভিন্ন প্রযুক্তি নির্ভর অস্ত্রের। তাই সব মিলিয়ে যুদ্ধের সংজ্ঞার আমূল পরিবর্তন হয়েছে। সেটা মাথায় রেখেই মঙ্গলবার এহেন বার্তা দিলেন রাজনাথ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ