ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও আধুনিক হচ্ছে সংসদের উচ্চকক্ষ। সাংসদের জন্য একাধিক আধুনিক যন্ত্রপাতি দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র। জানা গিয়েছে, সংসদীয় কাজগুলি যাতে আরও নিপুনভাবে করা যায় সেই কারণেই সাংসদদের জন্য এই বিশেষ যন্ত্রপাতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার সংসদের উচ্চকক্ষে একটি আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজ্যসভার সাংসদরা এমনিতেই একাধিক সুবিধা পেয়ে থাকেন। প্রত্যেক সাংসদকে ল্যাপটপ, ডেক্সটপ, পেনড্রাইভ, স্ক্যানার, স্মার্ট ফোন-সহ একাধিক আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়। সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে আরও বেশকিছু নতুন আধুনিক যন্ত্রপাতি।
সূত্রের খবর, একটি নতুন প্রকল্পের আওতায় রাজ্যসভার সাংসদের স্মার্ট টিভি, স্মার্ট ডিসপ্লে, ট্যাবলেট, প্রোজেক্টর-সহ একাধিক আধুনিক যন্ত্রপাতি দেওয়া হবে। সংসদীয় কাজ করতে যাতে আরও সুবিধা হয় সেজন্য এমন সিন্ধান্ত নেওয়া হয়েছে। কোন প্রকল্পে এসব যন্ত্রপাতি পাবেন সাংসদরা? জানা গিয়েছে, আর্থিক অধিকারের একটি প্রকল্পের মাধ্যমে সাংসদদের আধুনিক যন্ত্রপাতি দেওয়া হবে।
কোন সাংসদের জন্য কত টাকা?
১) তিন বছরের বেশি সময়ের জন্য রাজ্যসভায় নির্বাচিত বা মনোনীত হলে দু’লক্ষ টাকা।
২) তিন বছর বা তার কম সময়ের জন্য রাজ্যসভায় নির্বাচিত বা মনোনীত হলে এক লক্ষ ৫০ হাজার টাকা।
৩) একজন রাজ্যসভার সাংসদ তাঁর মেয়াদের তিন বছর পরে অতিরিক্ত এক লক্ষ টাকা পাবেন, তবে ন্যূনতম মেয়াদ ছয় মাসের বেশি বাকি থাকতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.