সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএস ও বিজেপির সম্পর্কে কি ফাটল ধরছে? এই নিয়ে গুঞ্জন তুঙ্গে উঠতেই মুখ খুললেন বিজেপি নেতা রাম মাধব। তিনি আরএসএসের সদস্যও। তাঁর কথায়, ”এই গুঞ্জন থেকে থেকেই শোনা যায়। কিন্তু আরএসএস ও বিজেপি একই আদর্শের দুই পরিবার।”
সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় রাম মাধবকে বলতে শোনা গিয়েছে, ”যখনই ওরা (বিরোধীরা) কোনও ইস্যু পায় না, আরএসএসকে সামনে নিয়ে আসে। বলতে থাকে, আরএসএস ও বিজেপির সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু আরএসএস ও বিজেপি একই আদর্শের সঙ্গে জড়িয়ে থাকা দু’টো আলাদা সংগঠন।” রামের পরিষ্কার ব্যাখ্যা, বিজেপি যেখানে রাজনীতির সঙ্গে যুক্ত, সেখানে আরএসএস সমাজসেবা করে চলেছে। দুই দলের মধ্যে কোনও টেনশনই নেই।
উল্লেখ্য, স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় উঠে এসেছে আরএসএসের প্রসঙ্গ। জোর করে তিনি আরএসএসকে ভারতের স্বাধীনতা সংগ্রামে জুড়তে চাইছেন বলেই দাবি বিরোধীদের। কংগ্রেসের দাবি, সংবিধানেরই অবমাননা করেছেন মোদি। এর আগেও বিরোধীরা আরএসএসকে আক্রমণ করে মনে করিয়ে দিয়েছেন, স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে যাওয়ার পরও নাগপুরে আরএসএস সদর দপ্তরে তেরঙ্গা তোলেনি। কিন্তু রাম মাধব মোদিকে এই ইস্যুতে সমর্থন করেছেন। জানিয়েছেন, ”কিছু মানুষ রাজনৈতিক কারণেই সব সময় আরএসএসের বিরোধিতা করে এসেছে। উদাহরণস্বরূপ বলা যায় কিছু কংগ্রেস নেতার কথা। ওঁরা প্রতিবাদ করেন রাজনৈতিক কারণেই। কিন্তু মানুষ ঠিকই জানে আরএসএস হিন্দু ধর্মের জন্য কাজ করে, কাজ করে দেশের জন্য। আর সেটা করে রাজনীতি থেকে সরে থেকেই। এই সংগঠন মানুষের ভালো করতেই চেয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.