হেমন্ত মৈথিল, অযোধ্যা: অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দির প্রাঙ্গণের সম্পূর্ণ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। রাম দরবার ও অন্যান্য দেব-দেবীর মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর এবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট মন্দিরের মূলপথ নির্মাণের কাজ দ্রুত শেষ করতে চাইছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ব্যক্তিগতভাবে এই প্রকল্পের তদারকি করছেন।
ইতিমধ্যে সময়মতো কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন যোগী। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় ও নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের তত্ত্বাবধানে বিভিন্ন সংস্থার কর্মীরা নিরলসভাবে মন্দিরপথ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। ২০২৫ সালের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে সমগ্র মন্দির প্রাঙ্গণ ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ছাউনি দেওয়া মন্দিরের মূলপথটির দৈর্ঘ্য ৭৩২ মিটার, প্রস্থ ১৪ ফুট। মন্দিরে ব্যবহৃত গোলাপি বেলেপাথর দিয়েই এটি তৈরি হচ্ছে। এই পথের বিভিন্ন জায়গায় ভগবান শ্রীরামের বিভিন্ন লীলার শিল্পকর্ম খোদাই করা হবে।
যোগীর নেতৃত্বে অযোধ্যা একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্দির প্রাঙ্গণের পাশাপাশি অযোধ্যার সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নও দ্রুততার সঙ্গে চলছে। উন্নত পরিকাঠামো ও পরিবহন ব্যবস্থার গড়ে ওঠায় আগামিদিনে অযোধ্যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। যোগী সরকারের লক্ষ্য হল নির্ধারিত সময়ের মধ্যেই মন্দিরের কাজ সম্পন্ন করা। যাতে এটি ভারতের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক হয়ে ওঠে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.