Advertisement
Advertisement

Breaking News

Jagannath Temple in Puri

হুমকি বার্তার দু’দিন পরই পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় ওঠার চেষ্টা যুবকের, প্রশ্নে নিরাপত্তা

বারবার পুরীর মন্দিরে ঘটছে অপ্রীতিকর ঘটনা।

Ranchi man pancham mahot detained for attempting to climb Shree Jagannath Temple in Puri

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:August 16, 2025 6:39 pm
  • Updated:August 16, 2025 6:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন। শনিবার ঝাড়খণ্ডের রাঁচি থেকে আসা এক ব্যক্তি মন্দিরের চুড়ায় ওঠার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন। মন্দিরে মোতায়েন পুলিশ কর্মীদের তৎপরতায় তাঁকে আটক করা হয়েছে। 

Advertisement

পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির নাম পঞ্চম মাহত বলেই জানা যাচ্ছে। পঞ্চম মাহত মন্দিরের দক্ষিণের প্রাচীর বরাবর প্রায় ৫ থেকে ৭ ফুট পর্যন্ত উঠতে পেরেছিলেন। দেখতে পেয়ে কর্মীরা তাঁকে নামিয়ে আটক করেন। পঞ্চমকে সিংহদ্বার থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ। বর্তমানে তাঁর পরীক্ষা চলছে। সবকিছু জেনেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এমন ঘটনা কিন্তু প্রথমবার নয়। বারবার পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন হয়েছে। কিছুদিন আগে ওড়িশার গঞ্জাম জেলার এক ব্যক্তিও মন্দিরের চূড়ায় ওঠার চেষ্টা করেন।  পাশাপাশি, জগন্নাথ মন্দিরের কাছেই বুধি মা ঠাকুরাণী মন্দিরের দেওয়ালে হুমকির বার্তা লেখা দেওয়া হয়েছে। জঙ্গি হামলায় পুরো জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল ওই দেওয়াল লিখনে। যা নিয়ে এলাকার ধর্মীয় স্থানগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও বাড়ছে। 

পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। স্বাভাবিকভাবেই বারবার মন্দির চত্বরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় পুণ্যার্থী থেকে সেবায়েত, সকলেই চিন্তিত।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ