Advertisement
Advertisement
BJP

পরবর্তী বিজেপি সভাপতি বাছতে মুখ্য নির্বাচনী অফিসার নিয়োগ, বাংলার দায়িত্বে কে?

নাড্ডার উত্তরসূরি নিয়ে মোদি-শাহর সঙ্গে কথার সম্ভাবনা।

Ravi Shankar Prasad appointed poll commissioner to oversee Bengal BJP president election
Published by: Sayani Sen
  • Posted:June 27, 2025 9:23 pm
  • Updated:June 27, 2025 9:23 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: সর্বভারতীয় ও রাজ্যস্তরে সাংগাঠনিক নির্বাচন সংগঠিত করতে কোমর বেঁধে আসরে গেরুয়া শিবির। রাজ্যের রাজ্যে মুখ্য নির্বাচনী অফিসার নিয়োগ শুরু করে দিল বিজেপি। বাংলার দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদকে। শনিবার দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবতের দিল্লি আসার খবরে জল্পনা তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উত্তরসূরি খুঁজতেই তাঁর দিল্লি আসা বলে বিজেপি সূত্রের খবর। যদিও আগামী মাসের প্রথম সপ্তাহেই দিল্লিতে সংঘের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লিতে বসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারক বৈঠক। সংঘ সূত্রে জানা গিয়েছেছে, এই বৈঠক শুরু হবে ৪ জুলাই এবং চলবে ৬ জুলাই পর্যন্ত। দিল্লিতে নির্মিত আরএসএসের ভবন কেশব কুঞ্জে অনুষ্ঠিত হবে এই বৈঠক। সেখানে দেশের সমস্ত প্রান্ত প্রচারক, সহ প্রান্ত প্রচারক এবং ক্ষেত্র প্রচারক এবং সহ ক্ষেত্র প্রচারকরা হাজির থাকবেন। ২০২৫ সালের মার্চ মাসে শেষ প্রতিনিধি সভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংঘের বিভিন্ন প্রশিক্ষণ শিবির নিয়ে। পরবর্তীকালে সেই শিবিরগুলি অনুষ্ঠিত হয় এপ্রিল, মে ও জুন মাসে। সই প্রতিনিধি সভায় নেওয়া সিদ্ধান্তগুলি কতটা বাস্তবায়িত হয়েছে এবং আগামী দিনে সংঘের কর্মসূচি কী হবে তা ঠিক করতেই এই বৈঠক বলে জানান সংঘের এক মুখপাত্র।

বৈঠকে প্রশিক্ষণ শিবিরগুলি কীভাবে অনুষ্ঠিত হল, কত জন অংশগ্রহণ করেছেন এবং আগামী পরিকল্পনাগুলি কী কী, সেইসব বিষয় নিয়ে আরএসএসের প্রান্ত প্রচারক এবং ক্ষেত্র প্রচারকরা নিজেদের রাজ্যের রিপোর্ট দেবেন বলেও জানান তিনি। এছাড়াও ১৯২৫ সালের বিজয়া দশমীর দিন সংঘের প্রতিষ্ঠা হয়। এবার ২ অক্টোবর বিজয়া দশমী। তাই ওইদিন ১০০ বছর উপলক্ষে কি কর্মসূচি নেওয়া হবে সে বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। সেখানে তিনদিনের বৈঠকে থাকবেন মোহন ভগবত-সহ সংঘের শীর্ষ কর্তারা। কিন্তু বৈঠকের এতো আগে কেন তিনি রাজধানীতে আসছেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, বৈঠকের প্রস্তুতি দেখার পাশাপাশি বিজেপির সাংগাঠনিক নির্বাচন নিয়ে দলের শীর্ষনেতৃত্বের সঙ্গে কথা বলবেন তিনি। মোদি-শাহদের সংঘের মতামত জানিয়ে দেবেন।

এছাড়াও, বাংলায় বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন নির্বাচনের মাধ্যমে তা চূড়ান্ত করা হবে। দলীয় নির্বাচন সম্পন্ন করতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব পোড়খাওয়া নেতা রবিশংকর প্রসাদকে মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন করেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। শুধু রাজ্য সভাপতি নয়, এ রাজ্য থেকে দলের জাতীয় পরিষদের সদস্যদেরও নির্বাচনের মাধ্যমে বাছাই করা হবে। পাটনার সাংসদ রবিশংকর প্রসাদ অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদি, উভয়ের সময়েই কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রী ছিলেন। দীর্ঘদিন ছিলেন দলের সর্বভারতীয় মুখপাত্র। পশ্চিমবঙ্গ সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা আছে। শুক্রবার বিজেপির ন্যাশনাল রিটার্নিং অফিসারকে লক্ষ্মণ মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ডে যথাক্রমে কিরণ রিজিজু এবং হরিশ মালহোত্রকে সেখানকার মুখ্য নির্বাচনী অফিসার নিয়োগ করেছেন। নির্বাচনী অফিসারেরা রাজ্য ইউনিটের সঙ্গে কথা বলে ভোটের দিনক্ষণ ঠিক করবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement