Advertisement
Advertisement
RBI

রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, কমছে না বাড়ি-গাড়ির ইএমআই

রেপো রেট ৫.৫ শতাংশই থাকছে।

RBI monetary policy Repo Rate to remain unchanged at 5.5
Published by: Amit Kumar Das
  • Posted:August 6, 2025 11:38 am
  • Updated:August 6, 2025 11:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর তিনবার রেপো রেট কমানোর পর এবার থমকালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার মুদ্রানীতির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানালেন, সংখ্যাগরিষ্ঠের মতকে স্বীকৃতি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ রেপো রেট ৫.৫ শতাংশই থাকছে। ফলে রেপো রেট কমলে বাড়ি-গাড়ির ইএমআই কমার যে আশা করছিলেন মধ্যবিত্তরা। সে সম্ভাবনায় আপাতত দাঁড়ি পড়ল।

Advertisement

গত জুন মাসে মুদ্রানীতির বৈঠকে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। যার জেরে রেপো রেট এবার দাঁড়ায় ৫.৫ শতাংশে। তার আগে অবশ্য ফেরুয়ারি ও এপ্রিল মাসে রেপো রেট দফায় দফায় কমায় শীর্ষ ব্যাঙ্ক। এভাবে ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে আরবিআইয়ের ক্যাশ রিজার্ভ রেট কমে আসে ৩ শতাংশে। উল্লেখ্য, গত ৪ আগস্ট থেকে আর্থিক নীতি ঠিক করতে বৈঠকে বসেছিল রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটির বৈঠক। আর সেই বৈঠকে অধিকাংশ সদস্যই মত দেন রেপো রেট কমানোর পক্ষে। এরপরই এই সিদ্ধান্ত নেয় আরবিআই।

প্রসঙ্গত, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের জিডিপি ৬.৫ শতাংশে পৌঁছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতির জেরে অস্থির গোটা বিশ্ব। বুধবার রেপো রেট নিয়ে সাংবাদিক বৈঠক চলাকালীন এই ইস্যুতে প্রশ্নের মুখে পড়েন আরবিআই গর্ভনর সঞ্জয় মালহোত্রা। তিনি জানান, দেশের আর্থিক গতি বজায় রাখার জন্য আরবিআই অনেক উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। আমেরিকা ও ভারতের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা সম্পর্কে তিনি বলেন, যতক্ষণ না এই বিষয়টি স্পষ্ট হচ্ছে ততক্ষণ রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে কোনও তাড়াহুড়ো করা হবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement