ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হল সিআরপিএফ। এবার দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লি পুলিশের হাতে। সোমবার সকালে এই খবর জানা গিয়েছে। ২০ আগস্ট সরকারি বাসভবনে ‘জন শুনানি’ চলাকালীন রেখার উপর আক্রমণ চালায় ৪১ বছরের রাজেশ সাকারিয়া নামে এক ব্যক্তি। হামলার শিকার হওয়া রেখার জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
দিল্লি পুলিসের হাতে নিরাপত্তা থাকা অবস্থায় আক্রমণ হয় রেখার উপর। আক্রমণের একদিন পরেই কেন্দ্রীয় সরকার, সিআরপিএফ-এর ভিআইপি সুরক্ষা উইং-কে জানায় রেখাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার জন্য। অর্থাৎ আক্রমণের পরের দিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়। জানা গিয়েছে, সরকারিভাবে জেড ক্যাটাগরির নিরাপত্তার সময় বৃদ্ধির কথা ভাবা হলেও শেষ মুহুর্তের পরিকল্পনা বদল হয়। সেই কারনেই জেড ক্যাটাগরির নিরাপত্তা চালু রাখার নির্দেশ দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে। এবার ফের দিল্লি পুলিসের হাতেই ফিরে যাচ্ছে রেখার নিরাপত্তার দায়িত্ব।
অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীর উপর আক্রমণের ঘটনায় এবার উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে ‘জন শুনানি’ চলাকালীন রেখা গুপ্তাকে ছুরি নিয়ে আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন রাজেশ। এমনকি সুপ্রিম কোর্টেও যায় সে। যদিও সেখানে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা দেখে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে চলে যায় রাজেশ। অভিযুক্তের মা ভানুর দাবি রাজেশ এক কুকুরপ্রেমী। সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লির পথকুকুর নিয়ে যে রায় দিয়েছে তা নাকি একেবারেই পছন্দ ছিল না তাঁর। তাঁর কথায়, “রায়টা একেবারেই পছন্দ ছিল না ওর। এরপরই দিল্লির উদ্দেশে বেরিয়ে পড়ে। তারপরে আমরা আর কিছু জানি না।”
রাজকোটের বাসিন্দা ৪১ বছরের রাজেশ সাকারিয়া ২০ আগস্ট দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তারকে আক্রমণ করেন। প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান। আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পরেই হাতেনাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন নিরাপত্তায় থাকা কর্মীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.