সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের এক পেট্রল পাম্পের মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠল সামান্য বচসার মধ্যেই এক সাফাই কর্মীর দিকে বন্দুক তাক করার! ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার ভিডিও। জানা গিয়েছে, অভিযুক্ত মহেশ প্যাটেল প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ মনোজ প্যাটেলের আত্মীয়।
ঠিক কী ঘটেছিল? মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে মঙ্গল বিহার কলোনিতে রোজকার মতোই বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করতে এসেছিলেন এক সাফাই কর্মী। ভিডিওয় দেখা যাচ্ছে জঞ্জাল তোলার গাড়ি নিয়ে মহেশের বাড়িতেও গিয়েছেন তিনি। কিন্তু তাঁর ‘দোষ’ ছিল মহেশের স্ত্রীকে বলেছিলেন শুকনো ও ভেজা আবর্জনাকে মিশিয়ে না ফেলতে। এরপরই শুরু হয় বচসা।
कचरा मिक्स करने से रोका तो निगमकर्मी पर तान दी रिवाल्वर …
— Ram Prajapat Dainik Bhaskar 🌐 (@Ramrkprajapat)
পরে বচসা বাড়লে সেখানে উপস্থিত হন মহেশের ছেলে। তিনি চেঁচামেচি শুরু করলে ওই সাফাই কর্মী হাতে পাথর তুলে নেন। ঠিক তখনই মহেশকে দেখা যায় হাতে রিভলবার তুলে নিতে। তিনি চিৎকার করে ওই সাফাই কর্মীকে হুমকি দিতে থাকেন, তাঁকে খুন করার। সঙ্গে সঙ্গেই সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান ওই সাফাই কর্মী।
স্বাভাবিক ভাবেই এই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়ে যায়। কী করে এমন সামান্য কারণে তিনি বন্দুক তাক করলেন তার পাশাপাশি উঠছে আরও বড় প্রশ্ন। ওই রিভলবারের কি লাইসেন্স রয়েছে? অনেকেই ভিডিও দেখে বিজেপি শাসিত ওই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.