সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মে মাসের পরে ফের রেপো রেট অর্থাৎ ব্যাংকগুলিকে দেওয়া সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাংক (RBI)। একধাক্কায় রেপো রেট (Repo Rate) বাড়িয়ে দেওয়া হল ৫০ বেসিস পয়েন্ট। যার ফলে রিজার্ভ ব্যাংকের নতুন রেপো রেট দাঁড়াচ্ছে ৪.৯০ শতাংশ। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)।
উল্লেখ্য, গত মাসে রেপো রেট বাড়ানো হয়েছিল ৪০ বেসিস পয়েন্ট। যার ফলে নতুন রেপো রেট দাঁড়িয়েছিল ৪.৪০ শতাংশ। জুনে যে ফের রেপো রেট বাড়ানো হতে পারে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। এমনিতেই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমজনতার। গত কয়েক সপ্তাহে জ্বালানির দাম সেঞ্চুরি ছুঁয়েছে। রান্নার গ্যাসের দাম হাজার টাকা অতিক্রম করেছে। অন্যদিকে ডলারের নিরিখে টাকার পতন হয়েছে রেকর্ড হারে। ধস নেমেছে শেয়ার বাজারেও। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ফের রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত আরবিআইয়ের।
The MPC voted unanimously to increase the policy repo rate by 50 bps to 4.90%: RBI Governor Shaktikanta Das
— ANI (@ANI)
এর ফলে ব্যাংকগুলি ঋণের সুদের হার বাড়াতে পারে, এই আশঙ্কা তৈরি হয়ে গেল। এর আগে বিভিন্ন বেসরকারি ব্যাংক রেপো রেট বাড়ার পরে ইএমআই বাড়িয়ে দিয়েছিল। এবার ফের তারা ইএমআই বাড়াতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আগেই এসবিআইয়ের অর্থনীতিবিদরা জানিয়েছিলেন, দেশে মৃল্যবৃদ্ধির অন্যতম কারণ রাশিয়ান-ইউক্রেন যুদ্ধ (Russian-Ukraine War)। মূল্যবৃদ্ধির ৫৯ শতাংশ কারণই হল বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতি। এই অবস্থা সামাল দিতে গত মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আচমকা রেপো রেট, অর্থাৎ যে হারে স্বল্প মেয়াদে ব্যাংকগুলিকে ঋণ দেয়, সেই হার বাড়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.