Advertisement
Advertisement
Abhishek Banerjee Vs Anurag Thakur

‘ভুয়ো ভোটার’ তত্ত্ব খারিজ করে ‘প্রমাণ’ দিতে অনুরাগের বাসভবনে অভিষেকের প্রতিনিধি

সপ্তমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দ্বৈরথ।

Representative from Abhishek Banerjee’s office visit Anurag Thakur’s Delhi residence
Published by: Sayani Sen
  • Posted:August 14, 2025 4:24 pm
  • Updated:August 14, 2025 5:04 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: ডায়মন্ড হারবারে বিজেপির ‘ভুয়ো ভোটার’ তত্ত্ব নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সপ্তমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দ্বৈরথ। বৃহস্পতিবার দিল্লিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে যান অভিষেকের পাঠানো প্রতিনিধি। ওই প্রতিনিধি দল ‘ভুয়ো ভোটার’ তত্ত্ব খারিজ করে ‘প্রমাণ’ অনুরাগ ঠাকুরের কাছে পৌঁছে দেন।

Advertisement

বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করলেন, যে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জিতেছেন, সেই কেন্দ্রে অন্তত ২ লক্ষ ৫৯ হাজার ভুয়ো ভোটার রয়েছেন। ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ নিয়ে আলাদা আলাদা পরিসংখ্যান দিয়ে অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়ে অনুরাগ দাবি করেন, ডায়মন্ড হারবারে ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে গত ৪ বছরে। সব জায়গায় তৃণমূল জিতেছে। যদিও অনুরাগের সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল।

বৃহস্পতিবার তথ্য তুলে ধরে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, ডায়মন্ড হারবারের ২৬৫ নম্বর বুথে মোট ভোটার ৪৭। এখন রয়েছেন ৪১ জন। বাকি ৬ জনের হিসাব অভিষেকের তরফে দেওয়া হয়েছে। ১ জন মৃত, ১ জন ওড়িশায়, ৩ জন বিবাহসূত্রে অন্যত্র এবং ১জন কর্মসূত্রে অন্যত্র রয়েছেন। সুতরাং কারচুপির কোনও অবকাশ নেই। গত ৪ বছরে এই এলাকায় ভোটার বেড়েছে ৪.৭০ শতাংশ। ফলতার ১৪৪ নম্বর বুথে ভোটার বেড়েছে ৪.০৯ শতাংশ। অনুরাগ ঠাকুরকে তোপ দেগে তিনি আরও বলেন, “যদি ভোটার বৃদ্ধির হয় তো বাড়বে, যদি বৈধ ভোটার থাকে আপনি ঠেকানোর কে? অনুরাগ ঠাকুর হয় জানেন না, কিংবা গ্রাম সম্পর্কে কোনও ধারণা নেই। নইলে মিথ্যে বলছেন।” ইচ্ছাকৃতভাবে সাংসদ তথা লোকসভায় তৃণমূলের বিরোধী দলনেতা অভিষেককে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ কুণালের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement