Advertisement
Advertisement

Breaking News

Sikkim

প্রবল বৃষ্টিতে ব্যাহত তিস্তায় নিখোঁজ পর্যটকদের উদ্ধারকাজ, সিকিমের মুখ্যমন্ত্রীকে ফোন ওড়িশার মুখ্যমন্ত্রীর

তিস্তায় ডুবুরি নামিয়ে চলে তল্লাশি অভিযান।

Rescue operation for missing tourists in Teesta hampered by heavy rain in Sikkim

তিস্তায় চলছে উদ্ধারকাজ।

Published by: Suhrid Das
  • Posted:May 30, 2025 9:20 pm
  • Updated:May 30, 2025 9:24 pm  

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে ব্যাহত সিকিমে তিস্তায় নিখোঁজ পর্যটকদের উদ্ধারকাজ। শুক্রবার দুপুর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তর সিকিমে। জলস্তর ক্রমে বাড়ছে তিস্তায়। দুর্ঘটনার খবর পেয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে ফোন করেছেন। পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে বলে খবর। সিকিমের মুখ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার রাত আটটা থেকে ন’টার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। অন্যান্যদের সঙ্গে ওই গাড়িতে ছয়জন ওড়িশার পর্যটক ছিলেন।

সিকিম পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাহাড়ি রাস্তায় দুর্যোগের মধ্যেই পর্যটকরা ওই গাড়িতে যাচ্ছিলেন। উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাংয়ের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হাজার ফুট গভীর খাদে তিস্তা নদীতে গড়িয়ে পড়ে পর্যটক বোঝাই গাড়ি। রাতেই আইটিবিপি, সেনাবাহিনী, দমকল, বিপর্যয় মোকাবিলা দল এবং স্থানীয় মানুষ উদ্ধারকাজে নেমে পাহাড়ের খাঁজে ঝুলে থাকা গাড়ির চালকের দেহ উদ্ধার করেন। মারাত্মক জখম দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। সিকিম পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চালকের নাম পাশাং শেরপা (২০)। জখমদের উদ্ধার করে গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, গাড়িতে চালক-সহ ১১ জন আরোহী ছিলেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং ওড়িশার পর্যটকদের তিনটি দল ওই গাড়ি ভাড়া করেছিলেন বলে জানা গিয়েছে। পর্যটকদের মধ্যে আছেন ওড়িশার জাজপুর বিজেপি ইউনিটের সাধারণ সম্পাদিকা ইতশ্রী জেনা, তাঁর স্বামী ও দুই সন্তান। তাঁরা এদিনও নিখোঁজ বলে জানা গিয়েছে।

রাস্তায় উদ্ধারকারী দল।

আট পর্যটকের খোঁজে শুক্রবার দুপুর থেকে ভরা তিস্তায় ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। নদীতে তলিয়ে যাওয়া গাড়ি দড়ি বেঁধে পাড়ে তোলার চেষ্টা করে সেনাবাহিনীর জওয়ানরা। কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টি শুরু হতে তিস্তার জলস্তর বাড়তে শুরু করে। বন্ধ হয়ে যায় উদ্ধারকাজ। আবহাওয়ার কিছুটা উন্নতি না হলে উদ্ধারকাজ শুরু করা যাবে না। এই কথাই জানা গিয়েছে। উত্তর সিকিমের মঙ্গন জেলার পুলিশ সুপার সোনম ডিচু বলেন, “ভারতীয় সেনা, সিকিম পুলিশ, ইন্দো-টিবেটান সীমান্ত পুলিশ (আইটিবিপি) উদ্ধারকাজে হাত লাগিয়েছে। সারা রাত ধরে তল্লাশি চলেছে। শুক্রবার দুপুরেও অভিযান চলে। কিন্তু আবহাওয়া খারাপ। তাই উদ্ধারকারীরা কাজ চালিয়ে যেতে পারছেন না। এখনও পর্যন্ত দু’জন পর্যটককে উদ্ধার করা গিয়েছে। বাকিদের খোঁজ মেলেনি।” তিস্তার জলে কত দূর ভেসে গিয়েছেন পর্যটকরা? পর্যটকদের কি আদৌ জীবিত উদ্ধার করা সম্ভব? সেই প্রশ্নও উঠেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement