Advertisement
Advertisement
Rajasthan

চাপা পড়ার পর ১০ ফুট হিঁচড়ে নিয়ে গেল গাড়ি! রাজস্থানে মৃত্যু প্রাক্তন সেনা আধিকারিকের

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গাড়ির চালককে চিহ্নিত করা গিয়েছে।

Retired Army captain killed by car accident in Rajasthan

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:August 16, 2025 3:50 pm
  • Updated:August 16, 2025 3:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনায় রাজস্থানে মৃত্যু হল এক প্রাক্তন সেনা আধিকারিকের। গত ১৫ আগস্ট এই দুর্ঘটনা ঘটে জয়পুরের রাস্তায় দুর্ঘটনার সিসিতিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, গাড়ির নিচে চাপা পড়ার পর ওই অবস্থায় ১০ ফুট হিঁচড়ে নিয়ে যায় গাড়ি। জানা গিয়েছে, প্রাক্তন ওই সেনা কর্তার নাম নারসারাম জাজরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন জাজরা নিজের সাইকেলে করে চিত্রকূট স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে সাইকেল-সহ গাড়ির নিচে পড়ে যান তিনি। ওই অবস্থাতেই তাঁকে ১০ ফুট টেনে নিয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাক্তন ওই আধিকারিকের। ওই অবস্থাতেই গাড়ি নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গাড়ির চালককে চিহ্নিত করা গিয়েছে।

পুলিশের তরফে জানা যাচ্ছে, এই দুর্ঘটনা ঘটে ভোরের দিকে। সেই সময় রাস্তায় খুব বেশি লোক ছিলেন না। পরে পথচারিদের কাছ থেকে দুর্ঘটনার কথা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতকে হাসপাতালে নিয়ে গেলে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সিসিটিভিতে দেখা গিয়েছে ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন একজন মহিলা। তাঁর শিশুটি গাড়ির যাত্রী আসনে বসে ছিল। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। মর্মান্তিক এক ঘটনার পর মহিলার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, এই ঘটনা প্রথমবার নয় দুই সপ্তাহ আগে এই জয়পুরেই এক কিশোরকে পিষে দিয়েছিল ট্রাক। যার জেরে মৃত্যু হয় সফন বেগ নামে ওই কিশোরের। জয়পুরের রাস্তায় বারবার এভাবে বেপরোয়া গাড়ির দৌরাত্মে অতিষ্ঠ এলাকাবাসী। কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছেন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ