প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথকুকুরকে গুলি করে ‘খুন’ করার অভিযোগে এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে আটক করেছে পুলিশ। উত্তরপ্রদেশের বিজনর জেলার নাজিবাবাদের বাসিন্দা রাজবীর সিং পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ছিলেন। অভিযোগ, একটি কুকুর তাঁকে দেখে চেঁচাতে শুরু করলে নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালান ওই ব্যক্তি। পুরো ঘটনা ধরা পরে একটি সিসিটিভিতে।
গুলির আওয়াজ শুনে স্থানীয়রা বেরিয়ে এসে দেখতে পান একটি কুকুর রক্তাক্ত অবস্থায় ড্রেনে পড়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই রাজবীরকে আটক করে নাজিবাবাদ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন জেলা পঞ্চায়েত সদস্য সুমন্ত কুমার দোষীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি রাজবীরের বন্দুকের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন। একই দাবি তুলেছেন অ্যানিমেল ফ্রেন্ডস ক্লাবের সদস্য জ্যোতি শর্মা এবং অনুরাধা মাথুর।
পুলিশ জানিয়েছে, কুকুরের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নাজিবাবাদ থানার আধিকারিক প্রতাপ সিং জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কুকুরটিকে গুলি চালানোর আগে একাধিকবার ভয় দেখাচ্ছিলেন অভিযুক্ত ইঞ্জিনিয়ার। কুকুরের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে মোট কতগুলি গুলি চালানো হয়েছিল। তিনি আরও জানিয়েছেন, অভিযুক্তকে আটক করার পাশাপাশি তাঁর বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.