সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই লক্ষ্য। এই প্রসঙ্গে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা মানা হবে না। পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে একমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতেই। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জম্মু-কাশ্মীর সমস্যায় মধ্যস্থতার প্রস্তাব উড়িয়ে সাফ জানাল ভারত, এমনটাই সূত্রের খবর।
We have a very clear position on Kashmir, there is only one matter left- the return of Pakistan-Occupied Kashmir (PoK). There is nothing else to talk. If they talk about handing over terrorists, we can talk. We don’t have any intention of any other topic. We don’t want anyone to…
— ANI (@ANI)
শনিবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পই প্রথম বিশ্বকে জানিয়েছিলেন ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কথা। সেই ট্রাম্পই রবিবার প্রস্তাব দেন দুই দেশের সঙ্গে কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলে সমাধান খোঁজার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার। প্রসঙ্গত, বরাবরই আন্তর্জাতিক আঙিনায় ভারত জোরের সঙ্গে বলেছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর এই নিয়ে কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এদিন আবারও কড়া সুরে নিজের অবস্থান স্পষ্ট করে দিল দিল্লি। একইসঙ্গে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ নির্মূল ও জঙ্গি হস্তান্তর নিয়েই শুধুমাত্র আলোচনা হতে পারে বলে জানিয়ে দিল মোদি সরকার।
তাৎপর্যপূর্ণভাবে, যুদ্ধবিরতি হলেও সীমান্তের ওপার থেকে হামলা হলে উচিত জবাব দেবে সেনাবাহিনী। ইতিমধ্যে সীমান্তে সেনা কমান্ডারদের ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সোমবার বৈঠকে বসতে চলেছে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন বা ডিজিএমও। তার আগে সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিলেন, ‘সীমান্তের ওপার থেকে কোনওরকম হামলা হলে তৎক্ষণাৎ যেন পালটা মার দেয় সেনা।’
External Affairs Minister Dr S Jaishankar had a phone call on May 1 with US Secretary of State Marco Rubio. EAM told him, “we will hit the terrorists in Pakistan, and there should be no doubt about it”: Sources
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.