Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘জন্মগত নন, মোদি বেআইনি ওবিসি’, রেবন্ত রেড্ডির মন্তব্যে বিতর্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের তেলি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

Revanth Reddy Claims PM Modi not from 'Backward class by birth'
Published by: Subhajit Mandal
  • Posted:February 15, 2025 8:36 pm
  • Updated:February 15, 2025 8:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমণ! আবারও কংগ্রেসের প্রথম সারির নেতার মুখে উঠে এল মোদির জাতপাতের প্রসঙ্গ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রকাশ্যে বলে গেলেন, প্রধানমন্ত্রী জন্মগত ওবিসি নন। বেআইনিভাবে ওবিসি তালিকায় নাম তুলেছেন।

রেবন্তের দাবি, মোদির কাছে হয়তো ওবিসির কাস্ট সার্টিফিকেট আছে। কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি ওবিসি তালিকাভুক্ত ছিলেন না। বরং উঁচুজাতের অংশ ছিলেন। তাই তাঁর মানসিকতা পিছিয়ে পড়াদের বিরোধী। কংগ্রেসের এক সভায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেছেন, “প্রধানমন্ত্রী মোদি ওবিসি ক্যাটাগরির পরিবারে জন্মগ্রহণ করেননি। জন্মসূত্রে মোদি জেনারেল কাস্ট। মুখ্যমন্ত্রী হওয়ার সময়ও তিনি জেনারেল কাস্ট ছিলেন। পরে নিজে বেআইনিভাবে ওবিসি হোন। যেহেতু ওবিসি ছিলেন না, তাই সারা জীবনই তাঁর মানসিকতা ওবিসি বিরোধী।”

আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের তেলি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। শুরুর দিকে এই সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত ছিল না। ওই সম্প্রদায়কে মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদি নিজেই ওবিসি তালিকাভুক্ত করেন। সেটাকেই হাতিয়ার করতে চেয়েছেন রেবন্ত। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আমি দায়িত্ব নিয়ে বলছি, গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর বেআইনিভাবে নিজের সম্প্রদায়ের নাম ওবিসি তালিকায় ঢুকিয়েছেন।”

বিজেপি প্রত্যাশিতভাবেই প্রধানমন্ত্রীকে এভাবে ব্যক্তিগত আক্রমণের তীব্র নিন্দা করেছে। বিজেপির এক মুখপাত্র বলছেন, “এটা শুধু প্রধানমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ নয়। গোটা ওবিসি সম্প্রদায়কে অপমান। পিছিয়ে পড়াদের অপমান। এর ফল কংগ্রেসকে ভুগতে হবে।” বিজেপি মুখপাত্র আরপি সিংয়ের বক্তব্য, “রেবন্ত কোনও কাজ করেন না। এসব ভুলভাল বলে শিরোনামে থাকার চেষ্টা করেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement