সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশুখাদ্য কেলেঙ্কারিতে এবার ঝাড়খণ্ডের দুমকা ট্রেজারি মামলায় জামিন পেয়ে গেলেন রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। ঝাড়খণ্ড হাই কোর্ট আজ শনিবার তাঁর জামিন মঞ্জুর করেছে। এবার ঘরে ফিরতে পারবেন ৭২ বর্ষীয় এই রাজনৈতিক নেতা।
পশুখাদ্য কেলেঙ্কারিতে মোট চারটি মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ যাদব। এই বছর আগের তিনটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার দুমকা ট্রেজারি মামলায় জামিন পেয়ে তিনি বাড়ি ফিরতে পারবেন। দুমকা ট্রেজারি মামলায় তাঁর বিরুদ্ধে ৩ কোটি ১৩ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। ২০১৭ সালের ডিসেম্বর থেকে তিনি জেলে রয়েছেন। তবে এই সময়ের বেশিরভাগটাই তাঁর ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে কেটেছে। সম্প্রতি তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় জানুয়ারিতে তাঁকে দিল্লির এইমসে ভরতি করা হয়। ১৯ ফেব্রুয়ারি জামিনের অবেদন করেন লালু।
Jharkhand High Court grants bail to RJD leader Lalu Prasad Yadav in Fodder scam case related to fraudulent withdrawal from Dumka Treasury
(file photo)
— ANI (@ANI)
বিহারের রাজনীতিতে প্রায় ৪০ বছর ধরে উজ্জ্বল লালুপ্রসাদ। কিন্তু গত বছর তাঁর অনুপস্থিতিতে আরজেডি-র হয়ে দায়িত্ব সামলান ছেলে তেজস্বী যাদব। তেজস্বীর নেতৃত্বে আরজেডি সব থেকে বেশি আসন পায় গত বিহার নির্বাচনে। কিন্তু বিরোধীদের সেই জোট ক্ষমতা দখল করতে ব্যর্থ হয়। ক্ষমতা থেকে যায় নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড এবং বিজেপির হাতেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.