Advertisement
Advertisement

Breaking News

UttarPradesh

শেষ পাঁচ মাসে পথ দুর্ঘটনার বলি সাত হাজার পার, যোগীরাজ্যে পথ নিরাপত্তায় গাফিলতি?

পথ দুর্ঘটনায় আহতদের মধ্যে প্রায় ৫০ শতাংশের মৃত্যু হয়েছে।

Road accident casualties exceed seven thousand in the last five months in UttarPradesh

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 25, 2025 6:53 pm
  • Updated:May 25, 2025 6:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পাঁচ মাসে উত্তরপ্রদেশের পথ দুর্ঘটনায় সাত হাজার সাতশো জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশ রোড সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস সেলের তরফে রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানেই এমন উদ্বেগজনক পরিসংখ্যান দেওয়া হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত তেরো হাজারের বেশি পথ দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। যার মধ্যে সাত হাজার সাতশো জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ পথ দুর্ঘটনায় আহতদের মধ্যে প্রায় ৫০ শতাংশের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে  ৪৬ হাজার ৫২ টি পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল ২৪ হাজার ১১৮ জনের। পরিসংখ্যান অনুসারে ২০২৩ সালে ৪৪ হাজারের বেশি পথ দুর্ঘটনা ঘটে যোগীরাজ্যে। প্রাণ হারান ২৩ হাজার ৬৫২ জন। রিপোর্টে অনুসারে, মোট দুর্ঘটনার ৬০ শতাংশের বেশি হয়েছে দুপুর ১২ টা থেকে রাত ৯ টার মধ্যে। ওই রিপোর্টে বলা হয়েছে, যানবাহনের অতিরিক্ত গতি ও চালকদের ক্লান্তির কারণেই বেশি দুর্ঘটনা ঘটেছে। তাছাড়াও অসাবধনতা বশত গাড়ি চালানোর কারণেও বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে।

এদিকে এই রিপোর্টের পরই নড়েচড়ে বসেছে সড়ক পরিবহন দপ্তর। যদিও আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সড়ক দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা ৫০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা দিয়েছিলেন। তার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। তারপরেও সড়ক দুর্ঘটনার সংখ্যা যে কমেনি এই রিপোর্টেই তা পরিষ্কার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement