Advertisement
Advertisement
Manipur

মেতেইদের ধর্মস্থলে ক্রুশ! সাম্প্রদায়িক হিংসায় উসকানি মণিপুরে

পাঁচ মাস কেটে গেলেও মণিপুরে নিভছে না হিংসার আগুন।

Row over cross and flag atop Manipur's hill। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 5, 2023 4:11 pm
  • Updated:October 5, 2023 4:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেতেইদের পবিত্র স্থানে ক্রুশ। টাঙানো হল বিতর্কিত পতাকাও! সাম্প্রদায়িক হিংসায় উসকানি দিয়ে মণিপুরকে আরও অশান্ত করে তুলতেই এই ছক বলে আশঙ্কা।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মেতেই সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র থাংটিং পাহাড়ে একটি বিশালাকৃতি ক্রুশ পুঁতে দেওয়া হয়। তার পরই পাশে উড়তে দেখা যায় একটি বিতর্কিত পতাকা। স্থানীয়দের দাবি, ঝান্ডাটি কুকি জঙ্গি সংগঠেনর। এই ঘটনায় ফের শোরগোল পড়েছে হিংসাদীর্ণ রাজ্যটিতে।      

[আরও পড়ুন: দিল্লি দাঙ্গার নেপথ্যে ইসলামিক স্টেট! পুলিশের তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য]

উল্লেখ্য, থাংটিং পাহাড়ে প্রায় দুহাজার বছর ধরে চলছে প্রার্থনা। হিন্দু এবং মূলত বৈষ্ণব মেতেইদের কাছে এর গুরুত্ব অসীম। তাই এই ধর্মস্থানটিকে ইচ্ছাকৃত ভাবে নিশানা করেছে দুষ্কৃতীরা। শেষ পাওয়া খবরের মতে, পুলিশ পতাকা সরালেও ক্রুশটি রয়েছে। এই ঘটনার নেপথ্যে কুকি জঙ্গিদের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

পাঁচ মাস কেটে গেলেও মণিপুরে নিভছে না হিংসার আগুন। এই কয়েক মাসে উত্তর-পূর্বের রাজ্যটিতে শতাধিক মৃত্যু দেখেছে দেশ। এখনও ঝরছে রক্ত। যে সাম্প্রদায়িক সংঘাত ঘিরে এত হানাহানি, সেই লড়াই আরও একবার প্রকট হল।

[আরও পড়ুন: মৃত অন্তত ১৪, বিপর্যস্ত সিকিমে নিখোঁজ শতাধিক]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ