Advertisement
Advertisement
Yogi Adityanath

উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সহযোগী দেশ হিসেবে থাকছে বন্ধু রাশিয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৫শে সেপ্টেম্বর মেলার উদ্বোধন করবেন।

Russia to be partner country in Yogi Adityanath's Uttar Pradesh International Trade Fair
Published by: Hemant Maithil
  • Posted:September 10, 2025 4:50 pm
  • Updated:September 10, 2025 4:50 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: যোগী আদিত্যনাথের দূরদর্শী চিন্তাধারার ফলে উত্তরপ্রদেশ আবারও আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে, আসন্ন উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা (UPITS) ২০২৫-এর সহযোগী দেশ হিসেবে থাকছে রাশিয়া। গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে টানা তৃতীয়বারের মতো এই মেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৫শে সেপ্টেম্বর মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত।

Advertisement

রাজ্য সরকারের পাঠানো আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে রাশিয়া। রাশিয়ার উচ্চপদস্থ শিল্প প্রতিনিধি এবং সাংস্কৃতিক দলের সদস্যরা এই মেলায় অংশ নেবেন। এর আগে গত বছর, UPITS-এর সহযোগী দেশ ছিল ভিয়েতনাম।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “উত্তরপ্রদেশ শুধু ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি নয়, বিশ্বব্যাপী বিনিয়োগের এক নতুন কেন্দ্রও।” তিনি আরও যোগ করেন, “রাশিয়া সহযোগী দেশ হিসেবে যোগ দেওয়ায়, এই বাণিজ্য মেলা আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং উত্তরপ্রদেশের শিল্পগুলোকে বিশ্ব বাজারে প্রবেশের পথ প্রশস্ত করে তুলবে।”

মেলায় রাশিয়ার প্রতিনিধি দলে থাকবেন ব্যাংকিং, স্কিলিং, এডুকেশন এবং তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা। মেলায় ‘রাশিয়ায় ব্যবসা করার সুযোগ’ নিয়ে একটি বিশেষ অধিবেশনও রয়েছে। এতে ভারত এবং উত্তরপ্রদেশের ব্যবসায়ীরা রাশিয়ায় বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে ওয়াকিবহাল হবেন। এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ