সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের সংকট কি ফের কাছাকাছি নিয়ে চলে এল শচীন পাইলট এবং অশোক গেহলটকে? রাজস্থানের শীর্ষ দুই কংগ্রেস নেতার একান্ত সাক্ষাৎ ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে। বাবার প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে গেহলটকে আমন্ত্রণ জানিয়ে এলেন পাইলট।
এমনিতে রাজস্থানে শচীন পাইলট এবং অশোক গেহলটের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ২০২০ সালে তা চরমে ওঠে। রাজস্থানের তৎকালীন মুখ্যমন্ত্রী গেহলটের বিরুদ্ধে একপ্রকার সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন পাইলট। মুখ্যমন্ত্রীর কুরসির দাবিতে নিজের অনুগামীদের নিয়ে দিল্লিতে গিয়ে আস্তানা গেড়েছিলেন। সেসময় পাইলটের বিদ্রোহকে হাতিয়ার করে গেহলটের বিরুদ্ধে অনাস্থাও আনে বিজেপি।
যা-ই হোক, সেই কাণ্ডের পর কংগ্রেস হাই কম্যান্ড কোনওক্রমে বুঝিয়ে শুনিয়ে দুই শিবিরের সন্ধি করিয়ে দেয়। কিন্তু দুই প্রভাবশালী নেতার মধ্যে আন্তরিকতা তারপরও দেখা যায়নি। অবশেষে সেই আন্তরিকতা চোখে পড়লে। গেহলটের সঙ্গে দেখা করে তাঁকে বাবার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন পাইলট। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেন তিনি। আবার গেহলটও পরে পাইলটের সঙ্গে ছবি পোস্ট করেন। গত কয়েক বছরে কংগ্রেসের এই দুই নেতার মধ্যে এই সৌজন্য বিরল। এই ছবি রাজস্থানের কংগ্রেস কর্মীদের কিছুটা হলেও স্বস্তির।
রাজস্থানে বিধানসভা নির্বাচন ২০২৮ সালে। সে রাজ্যে পাঁচ বছর অন্তর সরকার বদলের রীতি আছে। সেই হিসাবে এবার কংগ্রেসের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু দুই শীর্ষ নেতার বিবাদ দলের সম্ভাবনাকে ধাক্কা দিতে পারে। সম্ভবত সেটা আন্দাজ করতে পেরেই এখন থেকে ঐক্যবদ্ধ হচ্ছেন দুই নেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.