সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার ১৩ মাসের মধ্যেই শুরু গৈরিকিকরণ! পুরনো হোক বা নতুন- রাজ্যের সমস্ত সরকারি ভবন রাঙাতে হবে গেরুয়া রঙে। এমনই নির্দেশ দিয়েছে ওড়িশার বিজেপি সরকার। বিরোধী বিজেডি ও কংগ্রেসের অভিযোগ, অন্য সব ইস্যু থেকে নজর ঘোরাতেই গৈরিকীকরণের পথ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার ওড়িশার পূর্ত দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এ বার থেকে সমস্ত সরকারি ভবনের রং গেরুয়া হবে। রাজ্য সরকার এই রঙে সিলমোহর দিচ্ছে।” সরকারের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। ওড়িশায় রং বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগে অক্টোবর মাসেও ইঞ্জিনিয়ারিং দপ্তরের প্রধানদের ডেকে নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি ভবনের রং গেরুয়া করতে হবে। আবার গত মার্চে রাজ্যের সব সরকারি স্কুলের ভবন গেরুয়া করার নির্দেশ দেওয়া হয়।
স্বাভাবিকভাবেই বিরোধীরা এই ‘রং বদলে’র খেলা নিয়ে সরব। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেডি বলছে, বিজেপি সরকার জনগণের ইস্যু থেকে নজর ঘোরাতে গৈরিকিকরণের পথে হাঁটছে। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। উন্নয়ন থমকে। পরীক্ষার প্রশ্নফাঁস শুরু হয়েছে। এসব থেকে নজর ঘোরাতেই রংবদল। কংগ্রেসেরও একই অভিযোগ। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি জয়দেব জেনার বক্তব্য, “ভবনের রং বদল, স্কুলপড়ুয়াদের পোশাকের রং বদল। এ সবই আসলে বিজেপির দুর্বল মানসিকতার পরিচয়।”
এই রংবদল বিতর্ক অবশ্য নতুন নয়। বিজেপি সম্প্রতি যে যে রাজ্যে নতুন করে ক্ষমতায় এসেছে বা প্রথমবার ক্ষমতায় এসেছে সব রাজ্যেই গৈরিকিকরণের অভিযোগ উঠেছে। এ রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও সব সরকারি ভবন, রাস্তাঘাটের রেলিং সবই নীল-সাদা করার নির্দেশ দেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.