Advertisement
Advertisement
Sam Pitroda

‘পাকিস্তানে গেলে মনে হয় এটাই নিজের বাড়ি’, ফের বেলাগাম পিত্রোদা, অস্বস্তিতে কংগ্রেস

তাঁর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই আক্রমণ শানিয়েছে বিজেপি।

Sam Pitroda says he felt at home in Pakistan, BJP slams
Published by: Anwesha Adhikary
  • Posted:September 19, 2025 1:24 pm
  • Updated:September 19, 2025 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে গিয়ে মনে হয় নিজের বাড়িতে রয়েছি! এমনই বেফাঁস মন্তব্য করলেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। একাধিক বিস্ফোরক মন্তব্য করে অতীতেও বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। এবারও কেন্দ্রকে বিঁধতে গিয়ে আখেরে নিজেকে এবং কংগ্রেসকে বিপাকে ফেললেন পিত্রোদা। তাঁর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই আক্রমণ শানিয়েছে বিজেপি।

Advertisement

কেন্দ্র সরকারের বিদেশনীতির সমালোচনা করছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। কিন্তু সেময়েই বেফাঁস মন্তব্য করে বসেন। তাঁর কথায়, “আমার মতে, প্রতিবেশী দেশগুলোর কথা মাথায় রেখেই আমাদের বিদেশনীতি প্রণয়ন করা উচিত। প্রতিবেশীদের সঙ্গে কি আমাদের সম্পর্কের উন্নতি হতে পারে? আমি পাকিস্তানে গিয়েছি। আপনাদের অবশ্যই বলতে চাই, পাকিস্তানে গিয়ে আমার মনে হয়েছে এটাই আমার বাড়ি। একই কথা নেপালের ক্ষেত্রেও খাটে। এসব জায়গায় গেলে মনেই হয় না বিদেশে রয়েছি।” 

এই মন্তব্য ছড়িয়ে পড়তেই প্রবল কটাক্ষের মুখে পড়েছেন পিত্রোদা। বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীর কথা, “রাহুল গান্ধীর নয়নের মণি, কংগ্রেস ওভারসিজের প্রধান স্যাম পিত্রোদা বলছেন তিনি পাকিস্তানকে নিজের বাড়ির মতো অনুভব করেন। সেই কারণেই মনে হয় ২৬/১১ হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ইউপিএ সরকার কোনও পদক্ষেপ করেনি। আসলে পিত্রোদা পাকিস্তানের খুব প্রিয়।”

উল্লেখ্য,পিত্রোদার এহেন বেফাঁস মন্তব্যই বারবার বিজেপির হাতে অস্ত্র তুলে দেয় কংগ্রেসকে আক্রমণ করার জন্য। পিত্রোদার কথার ভিত্তিতেই বারবার কংগ্রেসকে জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতিকারক বলে তোপ দেগেছে বিজেপি। চলতি বছরের শুরুতেই তিনি বলে বসেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া উচিত। এই মুহূর্তে কেন্দ্রের উচিত বেআইনি অনুপ্রবেশকারীদের নিয়ে বেশি না ভেবে পরিবেশরক্ষায় মনোযোগ দেওয়া। তাতে নিজেদের ভুগতে হলেও সমস্যা নেই। এবার পাকিস্তানকেই কার্যত নিজের দেশের মর্যাদা দিয়ে ফেললেন পিত্রোদা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement