সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার দলবিরোধী ও সাম্প্রদায়িক মন্তব্য, বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগে এবার দলের অন্দরেই খাঁড়ার ঘা বসালেন সপা প্রধান অখিলেশ যাদব। সোমবার দল থেকে বহিষ্কার করা হল বিধায়ক অভয় সিং (গোসাইগঞ্জ), রাকেশপ্রতাপ সিং (গৌরিগঞ্জ) ও উচাহারের বিধায়ক মনোজকুমার পান্ডেকে।
সোশাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ করে সপার তরফে জানানো হয়েছে, ‘বিধায়ক অভয় সিং, রাকেশপ্রতাপ সিং ও মনোজকুমার পান্ডে লাগাতার সাম্প্রদায়িক উসকানিমূলক ভাষণ দিয়ে চলেছেন। শুধু তাই নয় কৃষক, মহিলা, যুবসম্প্রদায়, চাকরি নিয়ে লাগাতার দলের মতাদর্শের বিরুদ্ধে মন্তব্য করছিলেন এবং একটি নির্দিষ্ট দলের বিচারধারার পক্ষে বক্তব্য পেশ করছিলেন। যার জেরেই দল ওই বিধায়কদের বরখাস্ত করেছে।’ পাশাপাশি ওই পোস্টে আরও লেখা হয়েছে, দল বিরোধী কার্যকলাপের জন্য ওই নেতাদের আগেই সতর্ক করা হয়েছিল। তারপরও তাঁদের মধ্যে কোনও পরিবর্তন দেখা যায়নি। যার জেরেই এই পদক্ষেপ। ভবিষ্যতেও যদি কেউ দলবিরোধী পদক্ষেপ করে তবে তাঁদের ক্ষেত্রেও একই শাস্তি বরাদ্দ থাকবে। দল বিরোধী কার্যকলাপ ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।’ একইসঙ্গে ওই নেতাদের উদ্দেশে সপার পরামর্শ, ‘আপনারা যেখানেই থাকুন বিশ্বস্ত থাকুন।’
समाजवादी सौहार्दपूर्ण सकारात्मक विचारधारा की राजनीति के विपरीत साम्प्रदायिक विभाजनकारी नकारात्मकता व किसान, महिला, युवा, कारोबारी, नौकरीपेशा और ‘पीडीए विरोधी’ विचारधारा का साथ देने के कारण, समाजवादी पार्टी जनहित में निम्नांकित विधायकों को पार्टी से निष्कासित करती है:
1. मा.…
— Samajwadi Party (@samajwadiparty)
উল্লেখ্য, বহিষ্কৃত এই নেতাদের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ উঠলেও, সরাসরি বিজেপি যোগের অভিযোগ উঠেছিল উঁচাহারের বিধায়ক মনোজকুমার পান্ডের বিরুদ্ধে। ২০২৪ সালে রাজ্যসভার ভোট চলাকালীন ক্রশভোটিংয়ের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যার জেরে রাজ্যসভা ভোটে হারেন সপা সমর্থিত প্রার্থী। এরপর বিজেপিতে যোগ দেন। অনুমান করা হচ্ছিল লোকসভা নির্বাচনে রায়বরেলি আসন থেকে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি। যদিও শেষে দিনেশ প্রতাপ সিংকে টিকিট দেওয়া হয়। এই ঘটনায় কিছুটা ক্ষুব্ধ মনোজ লোকসভা ভোটের প্রচার বয়কট করেন। তাঁর অভিমান ভাঙাতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনোজের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এবার আনুষ্ঠানিকভাবে তাঁকে দল থেকে তাড়াল সপা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.