প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। বর ও বরযাত্রী-সহ একটি এসইউভি দেওয়ালে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে যায় বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে ৮ জনের। গুরুতর আহত ২।
জানা গিয়েছে, ভোর সাড়ে ৬টা নাগাদ সম্ভলের গোবিন্দপুর থেকে বদায়ুন জেলার শিরটৌল গ্রামে কনের বাড়িতে যাচ্ছি বরযাত্রীদের গাড়িটি। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি কলেজের সীমানার পাঁচিলে।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় পুলিশ ও মেডিক্যাল টিম। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচজনের। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় বাকি তিনজনের। দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁদের আলিগড়ের হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৃতদের অন্যতম পাত্র ২৪ বছরের সুরজ। তালিকায় রয়েছে দুই শিশুও। তাদের বয়স যথাক্রমে ২ ও ৬।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ”উত্তরপ্রদেশের সম্ভলে পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। নিহতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.