Advertisement
Advertisement

নয়া কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব হতে চলেছেন সঞ্জয় মিত্র

বর্তমান সচিব জি মোহনের স্থলাভিষিক্ত হবেন সঞ্জয় মিত্র।

Sanjay Mitra to take charge as Secretary, Ministry of Defense
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 10, 2017 2:42 pm
  • Updated:May 10, 2017 2:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুতই কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব হতে চলেছেন আইএএস আধিকারিক সঞ্জয় মিত্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটি তাঁকে প্রতিরক্ষা সচিব করার বিষয়ে সম্মতি জানিয়েছে।

Advertisement

বর্তমান সচিব জি মোহনের স্থলাভিষিক্ত হবেন সঞ্জয় মিত্র। আগামী ২৪ মে জি মোহন কুমারের মেয়াদ ফুরোবে। তারপর দায়িত্ব গ্রহণ করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব সঞ্জয় মিত্র।

পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮২-র আইএএস ব্যাচের সঞ্জয় মিত্র বর্তমানে কেন্দ্রের সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের সচিব পদে নিযুক্ত রয়েছেন।

তিনি ওই পদ ছেড়ে যাওয়ায় জাহাজ মন্ত্রকের রাজীব কুমারকে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রের সচিব পর্যায়ে আরও বেশ কিছু রদবদল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিবের দায়িত্ব পেলেন ব্রিজ রাজ শর্মা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস