Advertisement
Advertisement

Breaking News

Sanjay Raut

মহারাষ্ট্রে এবার জোট বাঁধবেন উদ্ধব-রাজ! মুখ খুললেন সঞ্জয় রাউত

দু’দশকের ভাঙনশেষে একসঙ্গে দুই ভাই।

Sanjay Raut clarified speculation about alliance between Shiv Sena (UBT) and MNS
Published by: Biswadip Dey
  • Posted:July 10, 2025 8:38 pm
  • Updated:July 10, 2025 8:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবারই একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। দু’দশক বাদে ফের একমঞ্চে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে। মহারাষ্ট্রের নয়া গুঞ্জন, তাহলে কি আসন্ন পুরসভা এবং ত্রিস্তর পঞ্চায়েতের মতো স্থানীয় নির্বাচনে জোট বাঁধবেন দুই ভাই? এই পরিস্থিতিতে মুখ খুললেন শিব সেনার উদ্ধব শিবিরের সাংসদ সঞ্জয় রাউত। তাঁর দাবি, এমন কোনও জোটের ব্যাপারে কথা হয়নি। কিন্তু আমজনতার আবেগ ক্রমেই বাড়ছে। দাবি উঠছে, দুই ভাইয়ের জোট বাঁধা নিয়ে।

Advertisement

সঞ্জয়কে বলতে শোনা গিয়েছে, ”শিব সেনা ও এমএনএস জোট বেঁধে নির্বাচনে লড়ছে, এমন কিছু আমি বলতে চাই না। তবে এটা বলতে পারি আমজনতার দাবি ও চাপ বাড়ছে স্থানীয় নির্বাচনে শিব সেনা ও এমএনএসের জোটের বিষয়ে। মানুষ ভাবছে ‘মারাঠি মানুষ’-এর অধিকার কেবল তখনই রক্ষা পাবে, যখন উদ্ধব ও রাজ এক হবেন।”

ঠাকরে পরিবারে ভাঙনের দু’দশক হতে চলল। সেই ২০০৫ সালে শিব সেনা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রাজ ঠাকরে। ২০০৬ সালে নিজের দল গড়েন বালাসাহেব ঠাকরের ভাইপো। তারপর সেভাবে উদ্ধবের পরিবারের ছায়াও মাড়াতে দেখা যায়নি রাজকে। নিতান্তই পারিবারিক বা অন্য কোনও অনুষ্ঠানে দেখা হয়ে গেলে একে অপরকে উপেক্ষা করারই চেষ্টা করেন দুই তুতো ভাই। কিন্তু শনিবার অন্য ছবি দেখা গিয়েছে। আগামী দিনে একসঙ্গে লড়াই করার অঙ্গীকারও করেন তাঁরা। জনমানসে এমন বার্তা পৌঁছে যেতেই জোরাল হয়েছে জোটের গুঞ্জন।

সদ্যই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে দু’দলের। উদ্ধব কোনওরকমে মুম্বই এলাকায় নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছেন। আর রাজ ঠাকরে নিজের ছেলেকেও জেতাতে পারেননি। দুই দলই অস্তিত্বের সংকটে। তাই শেষপর্যন্ত ঠাকরে পরিবার সত্যিই জোট বাঁধলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement