Advertisement
Advertisement
Yogi Adityanath

সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী, ১৫০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রার ঘোষণা যোগীর

গুজরাটের কেভাড়িয়ায় স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত হবে দীর্ঘ এই পদযাত্রা।

'Sardar @150 Unity March' to be held from October 31 to November 26, says Yogi Adityanath
Published by: Hemant Maithil
  • Posted:October 12, 2025 7:38 pm
  • Updated:October 12, 2025 7:38 pm   

হেমন্ত মৈথিল: ভারতরত্ন, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীতে বিশেষ পদযাত্রার আয়োজন করছে উত্তরপ্রদেশ সরকার। আগামী ৩১ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই পদযাত্রা। যার প্রতীকী নাম দেওয়া হয়েছে ‘সর্দার @১৫০ ইউনিট মার্চ’। যার মাধ্যমে বল্লভভাই প্যাটেলের জন্মস্থান থেকে গুজরাটের কেভাড়িয়া পর্যন্ত ১৫০ কিলোমিটার পদযাত্রা করা হবে। রবিবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement

সরকারি ঘোষণা অনুযায়ী, এই বিশেষ কর্মসূচিতে রাজ্যের প্রতিটি জেলা থেকে ৫ জন করে যুব প্রতিনিধিকে বেছে নেওয়া হবে। এছাড়াও এই কর্মসূচিতে যোগ দেবেন দেশের ক্রীড়াবিদ ও শিল্পীরা। চারটি মূল কেন্দ্র থেকে এদের নিয়ে যাওয়া হবে সর্দার প্যাটেলের জন্মস্থানে করমসাদে। সেখান থেকে গুজরাটের কেভাড়িয়ায় স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত হবে দীর্ঘ পদযাত্রা। অনুমান করা হচ্ছে, হাজার হাজার মানুষ এই পদযাত্রায় অংশ নেবেন। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে উত্তরপ্রদেশের প্রতিটি লোকসভা কেন্দ্রে তিন দিনের জন্য ৮ থেকে ১০ কিলোমিটার করে পদযাত্রা করা হবে। এই পদযাত্রা যাবে সমস্ত বিধানসভার মধ্য দিয়ে। পাশাপাশি থাকবে প্যাটেলের জীবনের উপর প্রবন্ধ, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, পথনাটক ও সভা। এছাড়াও, যুবসমাজের জন্য মাদকমুক্ত ভারতের অঙ্গীকার, স্বদেশী পণ্য গ্রহণের প্রচার। যোগব্যায়াম, স্বাস্থ্য শিবির ও সাফাই অভিযানও করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী যোগী বলেন, “সর্দার প্যাটেল শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি ছিলেন ঐক্যবদ্ধ ভারত গড়ার অন্যতম কাণ্ডারি। স্বাধীনতা পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে ৫০০’র বেশি ছোট ছোট রাজ্যকে একত্রিত করে ভারতকে ঐক্যবদ্ধ করেছিলেন। সকলেই জানেন সেই সময় কিছু দেশীয় রাজ্য (জুনাগড়ের নবাব এবং হায়দ্রাবাদের নিজাম) স্বেচ্ছাচারী আচরণ করতে চেয়েছিল, কিন্তু তারা লৌহমানবের বিরুদ্ধে এঁটে উঠতে পারেনি। শেষ পর্যন্ত, বল্লবভাই প্যাটেলের জেরে তারা ভারত ছাড়তে বাধ্য হয়। এই দুটি রাজ্যও ভারতের অংশ হয়ে ওঠে। ফলে আজ যে ভারত আমরা দেখতে পাচ্ছি তাঁর রূপকার সর্দার প্যাটেল।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে, সমগ্র দেশ ২০১৪ সাল থেকে লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে জাতীয় ঐক্য দিবস হিসেবে উদযাপন করছে। ভারতীয় জনতা পার্টি ২০১৪ সাল থেকে ‘রান ফর ইউনিটি’ আয়োজন করে আসছে। ভারতরত্ন, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে, ৩১ অক্টোবর দেশ এবং রাজ্যজুড়ে আবারও তা আয়োজিত হতে চলেছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ