ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার পরের দিনই দিল্লি পুলিশে পালাবদল। এস বি কে সিংয়ের বদলে দিল্লি পুলিশের কমিশনারের পদে বসলেন ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সতীশ গোলচা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে দিল্লি পুলিশের দায়িত্ব এখন তিনিই সামলাবেন।
বৃহস্পতিবারই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার অভিযোগে রাজকোটের বাসিন্দা রাজেশভাই খিমজিভাইকে গ্রেপ্তার করা হয়েছে। রেখা গুপ্তাকে খুনের চেষ্টা করেছেন ৪১ বছর বয়সী অটো ড্রাইভার রাজেশভাই, এমনই অভিযোগ এনে এফআইআর করেছে দিল্লি পুলিশ। এই ঘটনার পরেই প্রশ্ন ওঠে, খোদ দিল্লির মুখ্যমন্ত্রী যেখানে আক্রান্ত,সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়! তাই হামলার পরদিনই তড়িঘড়ি স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে দিল্লির পুলিশ কমিশনারের দায়িত্ব পেলেন সতীশ গোলচা।
কে এই সতীশ গোলচা? ১৯৯২ ব্যাচের এই জনপ্রিয় আইপিএস অফিসার ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার সময় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ পুলিশ কমিশনার হিসেবে পদক্ষেপের জন্য পরিচিতি লাভ করেন। এছাড়াও তিনি ২০২২ ফেব্রুয়ারি থেকে ২০২৩ জুন পর্যন্ত অরুণাচল প্রদেশের ডেপুটি জেনারেল অফ পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেন, এরপর তাঁকে আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয়। এতদিন কারা বিভাগের ডিরেক্টর জেনারেল পদে আসীন ছিলেন।
অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে হত্যার চেষ্টার অভিযোগে রাজেশভাই খিমজিভাইকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। পুলিশের কাছে অভিযুক্তের দাবি, সুপ্রিম কোর্টের আনা সারমেয় নিয়ে নির্দেশে দিল্লির তিন লক্ষ কুকুরের জীবনসংশয় দেখা দিয়েছে। এই নিয়ে কথা বলার জন্যই রেখা গুপ্তার কাছে গিয়েছিলেন তিনি। সূত্রের দাবি, এই বক্তব্যের সত্যতাকেও যাচাই করে দেখছে পুলিশ। জানা গিয়েছে, খিমজিভাই দিল্লিতে যেসব জায়গায় গিয়েছিলেন, সেসব স্থানে নিয়ে যাওয়া হবে। এছাড়াও দিল্লি পুলিশ রাজকোট পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছে।
দিল্লির মন্ত্রী কপিল মিশ্র বৃহস্পতিবার বলেন, রেখা গুপ্তার উপর হামলাটি একটি “পরিকল্পিতভাবে সাজানো ষড়যন্ত্রের” অংশ হিসেবে ঘটেছে। তিনি আরও দাবি করেন, আসামি একজন “পেশাদার অপরাধী” যার গুরুতর অপরাধের ইতিহাস রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.