সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বড় সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী পাঁচ বছরের মধ্যে মহিলা কর্মীর সংখ্যা ৩০ শতাংশে উন্নিত করবে তারা। এইসঙ্গে ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কিং সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, তারা এবার থেকে মহিলাদের জন্য ৩০ শতাংশ পদ সংরক্ষিত রাখবে। এসবিআই তরফে বলা হয়েছে, কর্মক্ষেত্রে লিঙ্গ সমতার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমান স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ায় ২.৪ লক্ষেরও বেশি কর্মচারী রয়েছে। যা দেশের যেকোনও প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ এবং ব্যাঙ্কিং সেক্টরেও সর্বোচ্চ। সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিশোর কুমার জানিয়েছেন, বর্তমানে এসবিআই-এর ফ্রন্টলাইন মহিলা কর্মীর সংখ্যা ৩৩ শতাংশ। তবে সামগ্রিকভাবে এই সংখ্যা ২৭ শতাংশ। এই সংখ্যাই বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থায় লিঙ্গ বৈষম্য দূর করতে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
কেবল চাকরি প্রদান করেই ক্ষান্ত দেবে না ভারতের বৃহত্তম ব্যাঙ্কিং সংস্থাটি। পাশাপাশি মহিলাদের জন্য একাধিক স্বাস্থ্য প্রকল্পের ব্যবস্থা করছে। তা মধ্যে রয়েছে মহিলাদের জরায়ু এবং স্তন ক্যানসারের পরীক্ষা। এছাড়াও গর্ভবতী কর্মীদের জন্য পুষ্টি ভাতা চালু করার পরিকল্পনা করা হয়েছে। মহিলা থানার মতোই এসবিআইয়ের মহিলা শাখা রয়েছে। বর্তমানে গোটা দেশে ৩৪০টি মহিলা পরিচালিত শাখা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। নারী ক্ষমতায়নে আগামী দিনে এই সংখ্যা বাড়াতে ব্যবস্থা নেবে ব্যাঙ্কটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.