Advertisement
Advertisement
Anil Ambani

অনিল আম্বানিকে ‘প্রতারক’ তকমা, টাকা উদ্ধারে সিবিআইয়ের দ্বারস্থ হচ্ছে স্টেট ব্যাঙ্ক

এসবিআই জানিয়েছে, অনিল আম্বানির সংস্থার ঋণের অঙ্ক বিপুল।

SBI classifies Reliance Communications, its promoter Anil Ambani as ‘fraud’

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:July 23, 2025 2:18 pm
  • Updated:July 23, 2025 2:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদা মুকেশ নিত্য ফুলেফেঁপে উঠলেও ভাই অনিলের কপালটা মোটেই ভালো যাচ্ছে না। দীর্ঘ সময় ধরেই দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে নানাবিধ বিষয়ে সমস্যা চলছেই। এবার অনিল আম্বানি ও তাঁর সংস্থাকে সরাসরি ‘প্রতারক’ বলে উল্লেখ করল এসবিআই। এমনকী, অনিল আম্বানির সংস্থার বিরুদ্ধে এবার সিবিআইয়ের দ্বারস্থও হচ্ছে তারা।

Advertisement

রিলায়েন্স কমিউনিকেশনস এবং তার প্রোমোটার ডিরেক্টর অনিল ডি আম্বানিকে ‘ফ্রড’ হিসাবে উল্লেখ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ঘটনা নিয়ে এবার সিবিআইয়ের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সোমবার সংসদে এই তথ্য জানিয়েছে কেন্দ্র। লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ১৩ জুন এসবিআইয়ের অভ্যন্তরীণ নীতি এবং রিজার্ভ ব্যাঙ্কের জালিয়াতি সংক্রান্ত গাইডলাইন অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

২৪ জুন রিজার্ভ ব্যাঙ্ককে পুরো বিষয়টি রিপোর্ট করে স্টেট ব্যাঙ্ক। বর্তমানে সিবিআইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ দায়েরের প্রাথমিক পর্বের কাজ চলছে। রিলায়েন্স কমিউনিকেশনসের তরফে ইতিমধ্যেই বম্বে স্টক এক্সচেঞ্জের কাছে জানানো হয়েছে বিষয়টি। ২০২৫ সালের ১ জুলাই স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে।

এসবিআই জানিয়েছে, অনিল আম্বানির সংস্থার ঋণের অঙ্ক বিপুল। শুধু মূলধনের হিসাবেই ঋণের অঙ্ক ২,২২৭.৬৪ কোটি টাকা। এর সঙ্গে সুদ এবং আনুষঙ্গিক খরচ তো আছেই। এছাড়াও রয়েছে ৭৮৬.৫২ কোটি টাকার নন-ফান্ড ভিত্তিক ব্যাঙ্ক গ্যারান্টি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ