সোমনাথ রায়, নয়াদিল্লি: দাগিদের তালিকা জনসমক্ষে নেই কেন? বুধবার এসএসসি মামলার শুনানিতে এসএসসি ও রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তারা তালিকা প্রকাশ করতেই পারে। পরীক্ষার মধ্যে চাপ ছিল তাই দেওয়া যায়নি।
এসএসসির শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর একের পর এক মামলা হয়েছিল। সেই মামলারই শুনানি ছিল শীর্ষ আদালতে। আগের শুনানিতে এসএসসিকে দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তা শীর্ষ আদালতের সামনে প্রকাশও করেছিল এসএসসি। তবে সেই তালিকা এবার জনসমক্ষে আনার নির্দেশ দেওয়া হল। তাতে কোনও আপত্তি জানায়নি এসএসসি বা রাজ্য। পাশাপাশি, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, দাগিদের অ্যাডমিট কার্ড বাতিল করেছে রাজ্য। পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।
আদালতে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমরা পরীক্ষার্থীদের ওএমআর কপি দিয়েছি। মডেল আনসার শিট পাবলিশ করেছি। নভেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করার বিষয়ে আশাবাদী।” শীর্ষ আদালত জানায়, সবকিছু সুষ্ঠভাবে সম্পন্ন হলে, আদালত খুব খুশি হবে। মামলার পরবর্তী শুনানি ২১ নভেম্বর।
উল্লেখ্য, পুজোর আগে এসএসসির নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লক্ষ ১৯ হাজার ৯৬১ জন। পরীক্ষায় বসেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। পরীক্ষায় বসেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। উল্লেখযোগ্যভাবে এই দুই পরীক্ষায় ভিনরাজ্য থেকে অনেকে পরীক্ষা দিতে এসেছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.