Advertisement
Advertisement
Assam

অসমের বন্দিশিবিরে অনুপ্রবেশকারীদের ভিড়, ‘পাঁজি দেখে ফেরত পাঠাবেন?’ হিমন্ত সরকারকে সুপ্রিম ভর্ৎসনা

এই মুহূর্তে অসমের বিভিন্ন বন্দিশিবিরে ২৭০ জন ব্যক্তি আটক রয়েছেন।

SC pulls up Assam govt on 'foreigners' issue
Published by: Biswadip Dey
  • Posted:February 4, 2025 8:05 pm
  • Updated:February 4, 2025 8:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপ্রবেশকারীদের দেশে পাঠানো নিয়ে অসমের হিমন্ত বিশ্বশর্মা সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। জানতে চাইল, ইতিমধ্যেই যাঁদের ‘বিদেশি’ বলে চিহ্নিত করা গিয়েছে, কেন তাঁদের বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। কেন ফেরত পাঠানো হয়নি। বিচারপচি এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুয়ানের প্রশ্ন, ”আপনারা কি পাঁজি দেখে ফেরত পাঠাবেন?”

Advertisement

এদিন অসম সরকারের উদ্দেশে শীর্ষ আদালতের প্রশ্ন, ”আপনারা বলছেন ফেরত পাঠানো যায়নি কারণ ওঁদের ঠিকানা নাকি জানা যায়নি। এটা কেন আমাদের মাথাব্যথা হতে যাবে? ওঁদের অন্য দেশে পাঠিয়ে দিন। আপনারা কি পাঁজি দেখে দিনক্ষণ ঠিক করে তারপর ফেরত পাঠাবেন?”

সেই সঙ্গেই বিচারপতিরা বলেছেন, ”একবার কোনও ব্যক্তিকে বিদেশি বলে দিলেন, তাহলে তো যুক্তিযুক্ত হতে হবে পরের পদক্ষেপ। কাউকে অনন্তকাল আটকে রাখা যায় না। সংবিধানের ২১ নম্বর ধারার কথা মাথায় রাখুন। অসমে বহু বন্দিশিবির রয়েছে বিদেশিদের আটকে রাখার জন্য। কতজনকে ফেরত পাঠাতে পারলেন?” এদিন শুনানির সময় শীর্ষ আদালত বলে, জীবনের অধিকার কেবল ভারতীয়দের মধ্যেই সীমাবদ্ধ নয়। তা সকলেরই জন্য। এমনকী বিদেশিরাও। আর সেই কারণেই তাঁদের আটকে না রেখে ফেরত পাঠানোর ব্যবস্থা করাও প্রশাসনের কর্তব্য।

এই মুহূর্তে অসমের বিভিন্ন বন্দিশিবিরে ২৭০ জন ব্যক্তি আটক রয়েছেন। এর আগেও সুপ্রিম কোর্ট অসম সরকারকে এই ইস্যুতে ভর্ৎসনা করে জানতে চেয়েছিল কেন এঁদের আটকে রাখা হচ্ছে, নিজেদের দেশে ফেরত না পাঠিয়ে। এবার ফের সেই ইস্যুতেই অসম সরকারকে ভর্ৎসনা করতে দেখা গেল সুপ্রিম কোর্টকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ