Advertisement
Advertisement
Jammu and Kashmir

অনুপ্রবেশের চেষ্টা! ভারত-পাক সীমান্তে সেনার গুলিতে খতম দুই জঙ্গি

অপারেশন সিঁদুরেও শিক্ষা নেয়নি!

Security force neutralised two terrorist during gunfight at Kashmir

প্রতীকী ছবি

Published by: Kousik Sinha
  • Posted:September 28, 2025 7:32 pm
  • Updated:September 28, 2025 7:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ। অপারেশন সিঁদুরেও শিক্ষা হয়নি! ফের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের। ভারতীয় সেনার গুলিতে নিকেশ দুই জঙ্গি। কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে এই ঘটনা ঘটেছে। এরপরেই সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। শুরু হয়েছে ভারতীয় সেনার সার্চ অপারেশন। সেনা সূত্রে খবর, ওই দুই জঙ্গি জম্মু কাশ্মীরে নতুন করে নাশকতা চালাতেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। যদিও তা ভেস্তে দেওয়া হয়েছে বলে দাবি সেনার। 

Advertisement

পহেলগাঁও হামলার পর কেটে গিয়েছে কয়েকটা মাস! ধীরে ধীরে স্বাভাবিক ছন্দেই ফিরতে শুরু করেছে উপত্যকা। এর মধ্যেই জম্মু এবং কাশ্মীরের ১২ টি পর্যটনস্থল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বে ‘ইউনিফাইড কমান্ডে’র সদর দপ্তরে একটি উচ্চপর্যায়ের বৈঠকে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়। একদিকে যখন পর্যটক টানতে নতুন করে তৈরি হচ্ছে কাশ্মীর, সেই সময় ফের একবার আশঙ্কার কালো মেঘ!

জম্মু-কাশ্মীর পুলিশের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, ”এদিন কেরান সেক্টরের ভারত পাক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল দুই জঙ্গি। সেনার তরফে বার্তা দেওয়া হলেও ওই দুই জঙ্গি তাতে কর্ণপাত না করে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় সেনাবাহিনীও। বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে চলে গোলাগুলি। তাতেই নিকেশ হয় ওই দুই জঙ্গি।” এরপরেই সীমান্ত এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। পাঠানো হয়েছে বাড়তি বাহিনীকেও। শুধু তাই নয়, বড়সড় ঘটনা এড়াতে গোটা এলাকায় সার্চ অপারেশনও চালানো হচ্ছে সেনাবাহিনীর তরফে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ