Advertisement
Advertisement
Seized

ভোটমুখী পাঁচ রাজ্যে বাজেয়াপ্ত ১,৭৬০ কোটি, বিপুল অর্থ উদ্ধারে উদ্বেগে কমিশন

এই অঙ্ক বিগত নির্বাচনের তুলনায় সাত গুণ বেশি।

Seized 1,760 crore rupees in 5 states ahead of polls | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 21, 2023 1:11 pm
  • Updated:November 21, 2023 2:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী পাঁচ রাজ্য থেকে ১,৭৬০ কোটির কালো টাকা, মাদক, নেশাজাতীয় পানীয় বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। এই অঙ্ক গতবারের তুলনায় সাত গুণ বেশি। ভোট ঘোষণার পর থেকে বিপুল পরিমাণ কালো টাকা, মাদক ও পানীয় উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন কমিশন। ভবিষ্যতে নির্বাচন চলাকালীন পুলিশ প্রশাসন, আবগারি ও নারকোটিক দপ্তরকে কমিশন আরও সজাগ থাকার পরামর্শ দিয়েছে।

Advertisement

গত ৯ অক্টোবর পাঁচ রাজ্যে ভোট ঘোষণা করে কমিশন। ইতিমধ্যে মিজোরাম, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ভোটগ্রহণ হয়ে গিয়েছে। বাকি রাজস্থান ও তেলঙ্গানার ভোটগ্রহণ। গণনা হবে ৩ ডিসেম্বর। ভোট ঘোষণার পর থেকেই কালো টাকা ও মাদক উদ্ধারে জোর দেয় কমিশন। গত দেড় মাসে পাঁচ রাজ্য থেকে যত কালো টাকা ও মাদক উদ্ধার হয়েছে, তাতে চোখ কপালে উঠেছে কমিশনের।

 

[আরও পড়ুন: জামিনে ছাড়া পেয়েই নির্যাতিতাকে কুপিয়ে মারল ধর্ষণে অভিযুক্ত! ‘অরাজক’ যোগীরাজ্য]

ভোট প্রক্রিয়া শেষ হতে এখনও দিন পনেরো বাকি। এই ক’দিনে উদ্ধারের পরিমাণ বাড়বে বলেই মনে করছে কমিশন। ২০১৮ সালে এই পাঁচ রাজ্যে বাজেয়াপ্ত হওয়া কালো টাকা ও মাদকের বাজার মূল্য ছিল ২৩৯ কোটি টাকা।

 

[আরও পড়ুন: ৯ দিন পার, সুড়ঙ্গে আটক শ্রমিকদের কাছে পৌঁছল বোতলভর্তি খিচুড়ি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ