হেমন্ত মৈথিল, লখনউ: রাজ্যের গৃহ উন্নয়ন দপ্তরের অধিকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৈঠকে তাঁর সাফ নির্দেশিকা, রাজ্যের পরিকাঠামো এবং নগর উন্নয়ন প্রকল্পগুলিকে নতুন স্তরে উন্নীত করতে হবে। এইসঙ্গে যোগীর বার্তা, ঠান্ডা ঘরে বসে কাজ করলে হবে না। দপ্তরের ঊর্ধ্বতন কর্তাদেরও মাঠে নেমে কাজ করতে হবে। সরকারি দপ্তরে কাজের স্বচ্ছতায় জোর দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, মাস্টার প্ল্যান তৈরির সময় কর্তৃপক্ষের উচিত একটি বৈজ্ঞানিক ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা। যাতে করে পরিকল্পনাগুলি সঠিক প্রক্রিয়ায় বাস্তবায়িত করা যায়। তিনি কর্মকর্তাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দেন। উন্নয়ন প্রকল্পগুলিকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রী বলেন, মিরাট, কানপুর এবং মথুরা-বৃন্দাবনের সামগ্রিক উন্নয়নের জন্য ১,৮৩৩ কোটি টাকা ব্যয়ে ৩৮টি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মিরাটে ১১টি, কানপুরে ১৩টি এবং মথুরা-বৃন্দাবনে ১৪টি। তিনি নির্দেশ দেন, স্থানীয় পর্যায়ে পর্যালোচনা এবং অধ্যয়নের পরেই প্রতিটি প্রস্তাব তথা প্রকল্প চূড়ান্ত করা হবে। যাতে পরিকল্পনাগুলি আঞ্চলিক চাহিদা পূরণে সক্ষম হয় এবং জনসাধারণের জন্য প্রকৃত সুবিধা প্রদান করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.